বিশাল ছাড়ে মিলছে এই Realme ফোন, কিনলে পাবেন 100MP ক্যামেরা, 12GB র‍্যাম ও আরও বহু কিছু

প্রজাতন্ত্র দিবসের সেল শেষ হওয়ার সাথে সাথেই Flipkart বিয়ের সেল দিতে শুরু করেছে। এই মুহূর্তে Flipkart Band Baaja Baaraat অফারে প্ল্যাটফর্মটির ইউজাররা বিভিন্ন প্রোডাক্ট সস্তায় কিনতে পারছেন। সেক্ষেত্রে আপনি যদি এখন নিজের পুরোনো স্মার্টফোনকে বিদায় দিয়ে একটি ভালো ক্যামেরা ফোন কিনবেন বলে চিন্তা-ভাবনা করে থাকেন, তাহলে Realme 11 Pro 5G হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আসলে তুলনামূলক কম প্রচারহীন সেলটিতে, Flipkart এই ফোনে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ব্যাঙ্ক অফার এবং আকর্ষণীয় এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। আর এই Realme স্মার্টফোনে আছে 100MP ক্যামেরা থেকে শুরু করে দুর্দান্ত ডিসপ্লে, ফাস্ট চার্জিং সাপোর্ট, বিশাল স্টোরেজের মতো ফিচার। তো আসুন, এক নজরে দেখে নিই Realme 11 Pro 5G স্মার্টফোনে ঠিক কী অফার পাওয়া যাচ্ছে এবং এতে কেমন কী ফিচার আছে।

Flipkart-এর বিয়ের সেলে দুর্দান্ত ছাড়ে মিলছে Realme 11 Pro 5G

রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৩০,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে ফ্লিপকার্টের অফারে এটি পুরো ৩ হাজার টাকা ছাড়ে ২৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ মিলছে। এক্ষেত্রে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক (Flipkart Axis Bank) কার্ডের মাধ্যমে স্মার্টফোনটি কিনলে অতিরিক্ত ৫% ক্যাশব্যাক পাবেন।

শুধু তাই নয়, আপনি যদি নিজের পুরোনো কোনো ফোনের বদলে এই রিয়েলমি স্মার্টফোনটি কেনার চেষ্টা করেন, তাহলে ২৬,০১০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পেতে পারেন। যদিও এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরোনো ফোনের ব্র্যান্ড, মডেল, অবস্থা এবং এরিয়া পিনকোডের ওপর নির্ভর করবে। কিন্তু কোনোভাবে সমস্ত অফার কাজে লাগানো সম্ভব হলে আপনার ফোন কিনতে খরচ হবে ২ হাজার টাকার কম খরচ হবে।

Realme 11 Pro 5G-এর স্পেসিফিকেশন

আলোচ্য রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯৫০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসর, যার সাথে মিলবে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে থাকবে ৬৭ ওয়াট সুপারভোক (SuperVOOC) ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি। একইভাবে ফটোগ্রাফির জন্য এটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ওআইএস ক্যামেরা সম্বলিত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে। আবার, সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পাবেন।