Vi গ্রাহকরা এবার বিনামূল্যে খেলতে পারবে Gameloft এর জনপ্রিয় গেম, এখান থেকে পাবেন সুবিধা

ব্যবহারকারীদের আরো উন্নত গেমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য অ্যাকশন, অ্যাডভেঞ্চার, স্পোর্টস, রেসিং-এর মতো বিভিন্ন ধরনের গেম অফার করতে Gameloft এর সাথে হাত মিলিয়েছে সংস্থাটি

এবার ভিডিও গেম ডেভেলপার Gameloft এর সাথে অংশীদারিত্ব করতে চলেছে টেলিকম অপারেটর Vodafone Idea। গ্রাহকদের আরো উন্নত ইন্টারনেট পরিষেবা দেবার জন্য শীঘ্রই 5G নেটওয়ার্ক লঞ্চ করতে চলেছে এই টেলকোটি। এর পাশাপাশি, ব্যবহারকারীদের আরো উন্নত গেমিং অভিজ্ঞতা দেওয়ার জন্য অ্যাকশন, অ্যাডভেঞ্চার, স্পোর্টস, রেসিং-এর মতো বিভিন্ন ধরনের গেম অফার করতে Gameloft এর সাথে হাত মিলিয়েছে সংস্থাটি।

ভিআই অ্যাপের Vi Games সেকশন থেকে গেমগুলি খেলা যাবে। গ্রাহকরা গেমলফট অরিজিনাল এবং অন্যান্য জনপ্রিয় গেম যেমন, ডেঞ্জার ড্যাশ, ব্লক ব্রেকার আনলিমিটেড, লুডি বাবলস, অ্যাসফল্ট রেট্রো অতিরিক্ত কোনো খরচ ছাড়াই খেলতে পারবে।

কিভাবে Vi ব্যবহারকারীরা Gameloft থেকে মোবাইল গেম অ্যাক্সেস করতে পারবে?

এর জন্য প্রথমে ভোডাফোন আইডিয়া গ্রাহকদের Vi App-এর Vi Games বিভাগে নেভিগেট করতে হবে। এরপর তারা ফান গেমস সেকশনে গিয়ে গেমিং বোনানজা উপভোগ করতে পারবে।

যদিও, বর্তমানে এই অফারের জন্য গ্রাহককে আলাদা ভাবে কোনো খরচ করতে হবে না। তবে, ভিআই ভবিষ্যতে গেমলফট টুর্নামেন্টে Arena নামের সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার অর্থাৎ ১৮ ডিসেম্বর, লোকসভায় টেলিকম বিল ২০২৩ পেশ করা হয়েছে। সেখানে যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন এই বিলটি পেশ করেন। তিনি বলেন, টেলিকম বিল ২০২৩-এ বিভিন্ন বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন, এই বিল সরকারকে জাতীয় নিরাপত্তার তাগিদে টেলিকম পরিষেবাগুলির অস্থায়ী নিয়ন্ত্রণ গ্রহণের ক্ষমতা প্রদান করে। এছাড়াও, এই বিলে উল্লেখ করা হয়েছে, পাবলিক ইমার্জেন্সির সময় কেন্দ্রীয় সরকার সাময়িক ভাবে টেলিকম নেটওয়ার্কের দখল নিতে এবং নাগরিকদের রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।