Vivo T3x: 6,000mah ব্যাটারি যুক্ত সবচেয়ে স্লিম ফোন আনছে ভিভো, ফিচার্সে বড় চমক!

ভিভো তাদের T-সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করার পরিকল্পনা করছে, যার নাম Vivo T3x। কোম্পানির তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, একটি নতুন রিপোর্টে ফোনটির চিপসেট, ব্যাটারি এবং অডিও ফিচার্স সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য প্রকাশ করা হয়েছে।

Vivo T3x-এর ফিচার্স প্রকাশ্যে এল

মাইস্মার্টপ্রাইস-এর প্রতিবেদন অনুসারে, আসন্ন ভিভো টি3এক্স-এ কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট ব্যবহার করা হবে। এছাড়াও, ইতিমধ্যেই ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটে V2338 মডেল নম্বর সহ উপস্থিত হয়েছে এটি। তবে সেখান থেকে স্মার্টফোনটির কোনও স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

এছাড়া, ভিভো টি3এক্স হবে ব্র্যান্ডের প্রথম স্লিম স্মার্টফোন, যা বিশাল 6,000 এমএএইচ ব্যাটারির সাথে আসবে। এই ব্যাটারিটি একবার চার্জে দুই দিন পর্যন্ত চলবে। এতে অডিও বুস্টার সাপোর্ট সহ ডুয়েল স্টেরিও স্পিকারও থাকবে বলেও জানা গেছে, যা ভলিউম 300% বাড়িয়ে দেবে।

কোম্পানির তরফে Vivo T3x-এর লঞ্চের বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে, সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এপ্রিলের তৃতীয় সপ্তাহে, সম্ভবত 19 থেকে 22শে এপ্রিলের মধ্যে ফোনটি লঞ্চ হতে পারে। আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে এর অফিসিয়াল টিজার প্রকাশ্যে আসবে। Vivo T3x গত বছর 12,999 টাকায় লঞ্চ হওয়া Vivo T2x-এর উত্তরসূরি হবে। তবে, দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।