Samsung Galaxy S22 সিরিজের অধীনে আসবে Bespoke Edition, থাকবে একাধিক কালার

ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সাউথ কোরিয়ান সংস্থা Samsung চালু করে তাদের বেসপোক প্রোডাক্ট লাইনআপটি। স্যামসাংয়ের বেসপোক লাইনআপ গ্রাহকদের জন্য কাস্টমাইজযোগ্য পণ্য অফার করে। আগে এটি শুধুমাত্র হোম ও কিচেন অ্যাপ্লায়ান্সের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু গত বছরের শেষের দিকে কোম্পানি তাদের Galaxy Z Flip 3 ফোল্ডেবল ফোনের বেসপোক এডিশন (Bespoke Edition) নিয়ে আসে। আর এখন শোনা যাচ্ছে আসন্ন Samsung Galaxy S22 স্মার্টফোন সিরিজের অধীনে একটি ‘বেসপোক এডিশন’ বাজারে পা রাখতে পারে।

Samsung Galaxy S22 সিরিজের অধীনে আসছে Bespoke Edition

স্যামমোবাইলের (SamMobile) একটি নতুন রিপোর্টে সাউথ কোরিয়ান ব্লগিং ওয়েবসাইট ন্যাভারের (Naver) এক ইউজারের বক্তব্যকে তুলে ধরা হয়েছে। তার মতে, সংস্থাটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২২ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের একটি বেসপোক এডিশন বাজারে নিয়ে আসবে। তবে এখনও পর্যন্ত, স্যামসাং এই বিষয়ে কিছু জানায়নি।

এই প্রসঙ্গে জানাই, দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি তাদের বেসপোক ডিভাইসগুলিতে গ্রাহকদেরকে কিছুটা কাস্টমাইজ করার অনুমতি দেয়। ক্রেতারা বিভিন্ন কালারের মধ্যে থেকে নিজেদের পছন্দের কালারটি বেছে নিতে পারেন তাদের নিজস্ব ফোনটির জন্য। তবে উৎপাদন এবং সরবরাহের সাথে জড়িত দীর্ঘ ও ক্লান্তিকর প্রক্রিয়ার কারণে, এই ডিভাইসগুলি শুধুমাত্র নির্বাচিত কয়েকটি দেশেই উপলব্ধ।

উল্লেখ্য, Samsung Galaxy Z Flip 3 ফোল্ডেবল ফোনের বেসপোক এডিশনে ব্যাক প্যানেলের জন্য পাঁচটি এবং ফ্রেমের জন্য দুটি রঙ অফার করা হয়। অন্যদিকে, Samsung Galaxy S22 যেহেতু স্ল্যাব ফোন তাই এটির একক ব্যাক প্যানেল রয়েছে। মনে করা হচ্ছে প্রায় ১০টি কালার কম্বিনেশন পাওয়া যাবে এই বিশেষ বেসপোক এডিশনে। তবে স্যামসাং এই রঙের সংখ্যা বৃদ্ধিও করতে পারে।