৫০০০ mAh ব্যাটারির সাথে আজ ভারতে আসছে Samsung Galaxy A31

গ্লোবাল মার্কেটে আগেই লঞ্চ হয়েছিল Samsung Galaxy A31। এবার ভারতেও এই ফোনটি আসছে। আজ দুপুর ২ টায় স্যামসাং গ্যালাক্সি এ ৩১ কে ভারতে লঞ্চ করা হবে। কয়েকদিন আগেই কোম্পানি ভারতে বাজেট রেঞ্জে Samsung Galaxy M11 ও Galaxy M01 ফোন দুটি লঞ্চ করেছিল। যদিও গ্যালাক্সি এ৩১ ফোনটি মিড বাজেট রেঞ্জে আসবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই ফোনের লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। মনে করা হচ্ছে ভারতে Galaxy A31 এর দাম শুরু হবে ২২,৯৯৯ টাকা থেকে।

Samsung Galaxy A31 স্পেসিফিকেশন :

স্যামসাংয়ের এই ফোনে পাবেন ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। যার স্ক্রিন রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। স্যামসাং গ্যালাক্সি এ ৩১ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ এর উপর চলে। আবার এই ফোনে পাবেন অক্টা কোর মিডিয়াটেক প্রসেসর। গ্রাফিক্সের জন্য এখানে ARM মালি জি৫২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি ৪ জিবি ও ৬ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজের সাথে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

ডুয়েল সিমের এই ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। যার প্রধান ক্যামেরা এফ/২.০ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য দ্বিতীয় ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, যার অ্যাপারচার এফ/২.০। এছাড়াও আছে ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এখানে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও পাওয়া যাবে।

আবার সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার এই ফোনে কোম্পানি ৫,০০০ এমএএইচ এর বড় ব্যাটারি দিয়েছে। যার সাথে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এখানে ডুয়েল ফোরজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট এর মতো ফিচার উপলব্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *