12000 টাকার কমে এই 5G স্মার্টফোনগুলিই সেরা, লিস্টে আছে Xiaomi ও Samsung এর ফোন

বর্তমানে ডিসকাউন্ট এবং অফার সহ Samsung, Xiaomi, Lava, Poco-র বেশ কয়েকটি 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে

আপনি যদি কম দামে উন্নত ফিচারসহ 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এখন বাজারে একাধিক বিকল্প পেয়ে যাবেন। আর বর্তমানে ডিসকাউন্ট এবং অফার সহ Samsung, Xiaomi, Lava, Poco-র বেশ কয়েকটি 5G স্মার্টফোন পাওয়া যাচ্ছে। এই ডিভাইস দুটি কিনতে ১২,০০০ টাকারও কম খরচ হবে। তাই আপনি যদি নতুন 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এদের নাম ও অফার সম্পর্কে জেনে নিন।

Lava Blaze 2 5G

লাভা ব্লেজ ২ ৫জি ফোনের ৬ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১০,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। আর এতে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর। এছাড়াও, এর পিছনের প্যানেলে রিং লাইট সহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপও দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।

Redmi 13C 5G

৪ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ এই ডিভাইসটি এখন ১০,৯৯৯ টাকায় উপলব্ধ।

শাওমির একটি বাজেট ফোন হল রেডমি ১৩সি ৫জি। এতে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এছাড়া, এতে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬.৭৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে।

Poco M4 5G

পোকো এম৪ ৫জি ডিভাইসে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা সেটআপ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ ৬.৫৮ ইঞ্চির স্ক্রিন।

আর এই ডিভাইসটির ৪ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের বিক্রয় মূল্য ১০,৯৯০ টাকা।

Samsung Galaxy F14 5G

এখন Samsung Galaxy F14 5G -এর ৪ জিবি ব়্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট‌ মাত্র ১১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

ফিচারের কথা বললে, এতে ৬,০০০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এছাড়াও, এই ফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।