বাজার মাতাবে OnePlus, 5500mah ব্যাটারি, 100W ফাস্ট চার্জিং সহ আসছে দুর্দান্ত ফোন

গত বছর ওয়ানপ্লাস (OnePlus)-এর Ace-ব্র্যান্ডের ফোনগুলি বিক্রির দিক থেকে চীনা বাজারে যথেষ্ট ভালো ফল করেছে। আসন্ন OnePlus Ace 3V এবং Ace 3 Pro মডেলগুলির সাথে এই ট্রেন্ডটি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও, কোম্পানির পক্ষ থেকে এই হ্যান্ডসেটগুলির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এখন এক বিশিষ্ট টিপস্টার দাবি করেছেন যে, নতুন Qualcomm প্রসেসরের সাথে OnePlus Ace 3V ফোনটি মার্চ মাসেই চীনা বাজারে পা রাখবে। পাশাপাশি একই সূত্র ফোনটির বিভিন্ন আকর্ষণীয় স্পেসিফিকেশনও ফাঁস করেছে।

OnePlus Ace 3V লঞ্চ হতে পারে আগামী মাসেই

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার একটি সাম্প্রতিক ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট) পোস্টে শেয়ার করেছেন যে, আসন্ন ওয়ানপ্লাস এস ৩ভি ফোনটি আগামী মাসে চীনা মার্কেটে লঞ্চ হবে এবং এতে Qualcomm Snapdragon 7 Gen সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। এই চিপসেটটি SM7675 মডেল নম্বর বহন করে বলে উল্লেখ করেছেন ওই টিপস্টার।

প্রসঙ্গত, SM7675 মডেল নম্বর যুক্ত চিপটি আসন্ন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ হবে বলে শোনা যাচ্ছে, যেটি ফ্ল্যাগশিপ গ্রেডের স্ন্যাপড্রাগন ৮-সিরিজের প্রসেসরের সমতুল্য পারফরম্যান্স অফার করতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর মতো একই কর্টেক্স-এক্স৪ প্রাইমারি কোর থাকবে, যা অবশ্যই পারফরম্যান্সের দিক থেকে একে উন্নততর করবে। চিপটি সম্ভবত ১৬ জিবি পর্যন্ত র‍্যামের সাথে যুক্ত থাকবে।

এর পাশাপাশি ডিসিএস জানিয়েছেন যে, OnePlus Ace 3V-এ ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল থাকবে। এছাড়া, ফোনটিতে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি, গত মাসে আরেকটি সূত্র প্রকাশ করেছিল যে OnePlus Ace 3V-এ প্লাস্টিকের ফ্রেম এবং কাঁচ নির্মিত ব্যাক প্যানেল থাকবে৷ ফোনটির ফ্ল্যাট এবং কার্ভড-এজ স্ক্রিন – উভয় ভ্যারিয়েন্টেই বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

যদিও, গত বছর মার্চে লঞ্চ হওয়া OnePlus Ace 2V চীনের বাজারে সীমাবদ্ধ ছিল, তবে এটি পরে গ্লোবাল মার্কেটে OnePlus Nord 3 নামে লঞ্চ হয়। তাই, বিশ্ব বাজারে আসন্ন Ace 3V-কে OnePlus Nord 4 বা Nord 5 হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে। এখনও পর্যন্ত, আসন্ন OnePlus Ace 3V স্মার্টফোন সম্পর্কে এইটুকুই জানা গেছে। তবে অদূর ভবিষ্যতে হ্যান্ডসেটটির বিষয়ে আরও তথ্য অনলাইনে প্রকাশিত হবে বলে আশা করা যায়।