Sony-Honda Electric Vehicle: হন্ডার সাথে হাত মেলাল সনি, 2025-এ লঞ্চ করবে বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসার বিষয়টি এ বছরের শুরুতেই ঘোষণা করেছিল টেক জায়ান্ট সনি (Sony)। যে কারণে সনি মবিলিটি ইনকর্পোরেটেড (Sony Mobility Inc) নামে একটি সহযোগী সংস্থা গঠন করেছে তারা। সেই উদ্দেশ্যে এবার বহুজাতিক গাড়ি নির্মাতা হন্ডা মোটর (Honda Motor)-এর সাথে কৌশলগত চুক্তিবদ্ধ হওয়ার কথা ঘোষণা করল সনি। এই মর্মে তারা মৌ স্বাক্ষর করেছে। একটি জয়েন্ট ভেঞ্চার বা যৌথ সংস্থা তৈরি করে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ও বিক্রি করবে সংস্থাদ্বয়৷

চুক্তি অনুযায়ী যৌথভাবে তৈরি বৈদ্যুতিক গাড়ির প্রথম মডেলটির নির্মাণকার্যের দায়িত্বে থাকবে হন্ডা৷ অন্য দিকে প্রথম মডেলটির মোবিলিটি সার্ভিস প্ল্যাটফর্মের উন্নয়ন করব৷ সংস্থাটি জানিয়েছে ২০২৫-এর মধ্যে তাদের প্রথম ইলেকট্রিক গাড়িটি বাজারে পা রাখবে। বৈদ্যুতিক গাড়ির ডিজাইন, উন্নয়ন এবং বিক্রির জন্যই দুই সংস্থা উদ্যোগী হয়েছে।

উল্লেখ্য, ২০২২-এর কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০২২ (CES 2022) ইভেন্টে Vision-S 01 ও Vision-S 02 নামক দুটি ইলেকট্রিক এসইউভি গাড়ির প্রোটোটাইপ মডেল প্রদর্শন করেছিল সনি। সংস্থার প্রেসিডেন্ট এবং সিইও কেনিচিরো ইয়োশিদা (Kenichiro Yoshida) বলেন, “প্রযুক্তি এবং সৃজনশীলতার শক্তি দিয়ে বিশ্বকে আবেগে পরিপূর্ণ করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। গাড়ি নির্মাণে হন্ডার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা গ্রাহকদের আবেগ অনুযায়ী গাড়ি নিয়ে আসব।”

অন্যদিকে হন্ডার প্রেসিডেন্ট এবং সিইও তোশিহিরো মাইব (Toshihiro Mibe) বলেছেন, “নতুন কোম্পানির লক্ষ্য যানবাহনের ক্ষেত্রে উদ্ভাবন, বিবর্তন এবং সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করা। গ্রাহকদের কল্পনা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিয়ে আসা হবে গাড়ি। আমি বিশ্বাস করি এই জোট ভবিষ্যতের যানবাহন নিয়ে আসতে সহায়তা করবে।”