Motorola Edge 20 ভারতে আসার আগেই দাম ফাঁস, থাকবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা

Motorola চলতি মাসের শেষের দিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে Edge 20 ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে। আর নতুন হ্যান্ডসেটের ক্ষেত্রে ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারকে Motorola যে উপেক্ষা করবে না, তা নিশ্চিতভাবে বলা যায়। Edge 20 সিরিজের কয়টি ফোন ভারতে পা রাখত পারে বা এগুলি কবে নাগাদ ভারতে লঞ্চ হবে বা দাম কেমন হতে পারে – এই বিষয়গুলির উপর লিখিত একটি নতুন অনলাইন রিপোর্ট জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে।

Motorola Edge 20 ভারতে কবে লঞ্চ হবে?

Tech Radar তাদের রিপোর্টে জানিয়েছে, মোটোরোলা এজ ২০ এই মাসের শেষে বা আগস্টে ভারতে লঞ্চ হতে পারে। তবে এজ ২০ এর ভারতীয় ভ্যারিয়েন্ট ভিন্ন নামে আত্মপ্রকাশ করবে বলে তারা দাবি করেছে।

ভারতে Motorola Edge 20 এর দাম কত হবে?

ওই পাবলিকেশনের মতে, ভারতে মোটোরোলা এজ ২০ এর দাম ৩০,০০০ টাকা থেকে শুরু হতে পারে।

Motorola Edge 20 স্পেসিফিকেশন

মোটোরোলা এজ ২০ ফোনটি ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লের সাথে আসবে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল-এইচডি (২৪০০x১৮২০) রেজোলিউশন সাপোর্ট করবে। স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরে ফোনটি চলবে। সেইসঙ্গে ৬ জিবি / ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি / ২৫৬ জিবি স্টোরেজের বিকল্প পাওয়া যাবে।

মোটোরোলা এজ ২০-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে – ১০৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল/ম্যাক্রো ক্যামেরা + ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা (৩x জুম)। ডিসপ্লে মধ্যে পাঞ্চ হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে।

মোটোরোলা এজ ২০ স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি অ্যান্ড্রয়েড ১১-এ চলবে। গুগল অ্যাসিস্ট্যান্ট চালু করার জন্য ফোনে ডেডিকেটেড বাটন থাকবে। সাউন্ডের জন্য ফোনে মনো স্পিকার পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন