হোয়াটসঅ্যাপে আসছে জয়েন মিসড কল ও বায়োমেট্রিক লক ফিচার

বিগত কয়েক মাসে একাধিক নতুন ফিচার এনেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ WhatsApp। সাম্প্রতিক সপ্তাহগুলিতে এই প্ল্যাটফর্মে জুড়েছে নতুন অ্যানিমেটেড স্টিকার প্যাক, চ্যাট সার্চ ম্যানেজমেন্ট, ইন-অ্যাপ সাপোর্টের মত সুবিধা। এদিকে গতকাল WABetaInfo জানিয়েছে, গুগল প্লে বিটা প্রোগ্রামে একটি নতুন আপডেট (ভার্সন ২.২০.২০৩.৩) জমা দিয়েছে ফেসবুকের মালিকানাধীন সংস্থাটি। এই আপডেটে একাধিক নতুন ফিচার পাবে WhatsApp বিটা ব্যবহারকারীরা, যার মধ্যে আছে জয়েন মিসড কল (Join Missed Calls), বায়োমেট্রিক লক প্রভৃতি। আসুন এই ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত জানি।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ গত কয়েক মাস ধরে ‘Join Missed Calls’ নামে একটি নতুন ফিচারের ওপর কাজ করছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তাড়াতাড়ি গ্রুপ কলগুলিতে যোগ দিতে পারবেন। বিশেষত, কন্ট্যাক্ট লিস্টের পরিচিত কেউ যদি ইউজারদের গ্রুপ কলে ইনভাইট করে এবং ওই ইউজার তৎক্ষণাৎ কলটিতে যোগ দিতে না পারে, তাহলে পরবর্তী সময়েও কলে জয়েন করার সুযোগ থাকবে, যদি না বাকিরা কল ডিসকানেক্ট করে দেয়। অর্থাৎ আগামী দিনে সাধারণ কনফারেন্সের কলের মতই সুবিধা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ কলে।

ছবি – WABetaInfo

এছাড়া, হোয়াটসঅ্যাপ, অ্যাপ্লিকেশনের ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি আরো ডেভেলপ করতে কাজ করছে বলে জানা গিয়েছে। ইউজারদের চ্যাটের সুরক্ষার জন্য গত বছর অ্যাপে এই বিশেষ ফিচারটি যুক্ত করে সংস্থাটি। তবে এখন হোয়াটসঅ্যাপ ফিঙ্গারপ্রিন্ট লক ফিচারটি নিয়ে কী করতে চাইছে সে বিষয়ে ধারণা দিতে কিছু স্ক্রিনশট শেয়ার করেছে WABetaInfo।

ওই স্ক্রিনশটগুলি দেখে জানা যায়, হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটি পরিবর্তিত হবে বায়োমেট্রিক লক-এ। এরপর থেকে, অ্যাপটি খোলার জন্য ইউজারের আইডেন্টি অথেন্টিকেশনের বেশ কয়েকটি বিকল্প দেখা যাবে। আগামী দিনে হোয়াটসঅ্যাপে দেখা যাবে ফেস রেকগনাইজেশন ফিচার। তবে অ্যাপ ওপেন করার সময়, ফিঙ্গারপ্রিন্ট লক বা ফেস রেকগনাইজেশন সঠিক না হলে, অ্যাপ আনলক করার অন্য অপশনগুলি কোনো মতেই কাজ করবেনা।

ছবি – WABetaInfo

আপাতত এই ফিচারগুলি পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে। হোয়াটসঅ্যাপের পরবর্তী সময়ের আপডেটে এটি সমস্ত ইউজারদের জন্য উপলব্ধ হবে।