বিশ্বের সবচেয়ে শক্তিশালী ১০০ টি সুপার কম্পিউটারের মধ্যে ভারতের দখলে দুটি

ভারতীয় সুপার কম্পিউটারের যাত্রা শুরু সেই আশির দশকে। এই সময়েই ভারত সরকার ভারতের সুপার কম্পিউটার তৈরির ওপরে জোর দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর ফলস্বরূপ জন্ম সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (C-DAC)-এর মত সংস্থার, যার মূল লক্ষ্যই ছিল বিশ্ব প্রযুক্তির জগতে ভারতের স্থান মজবুত করা।

গত মাসেই C-DAC জানিয়েছে যে, তারা ভারতের বৃহত্তম HPC-AI সুপার কম্পিউটার Param Siddhi-AI-এর উৎপাদনের সাথে যুক্ত হতে চলেছে। শুধু তাই নয়, রিপোর্ট অনুযায়ী, ভারতের এই নবতম ও দ্রুততম সুপার কম্পিউটার নিজের নাম লিখিয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটারের দলে।

Atos-এর মত আন্তর্জাতিক স্তরের তথ্যপ্রযুক্তি সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থাও সম্প্রতি ঘোষণা করেছে যে Param Siddhi-AI বিশ্বের সেরা ৫০০টি সুপার কম্পিউটারের মধ্যে ৬৩ তম স্থানে রয়েছে। এই কারণেই এটি নিঃসন্দেহে ভারতের বৃহত্তম এবং দ্রুততম সুপার কম্পিউটার।

খুব সংক্ষেপে, ভারতের দ্রুততম এই সুপার কম্পিউটার সম্পর্কে বলতে গেলে, এই Param Siddhi-AI তৈরি হয়েছে NVIDIA DGX A100 সিস্টেমের ওপরে ভিত্তি করে। এই সিস্টেম যুক্ত রয়েছে NVIDIA Mellanox HDR InfiniBand Network, C-DAC HPC-AI Engine, AI সফটওয়্যার স্ট্যাক এবং ক্লাউড প্ল্যাটফর্মের সাথে। এছাড়াও এটি 4.6 Sustained Petaflops এবং 210 AI Petaflops গতিও প্রদান করে।

এই সুপার কম্পিউটারটি তৈরি হয়েছে ন্যাশনাল সুপারকম্পিউটিং মিশন (NSM)-এর আওতায়, যা মূলত ইলেকট্রনিক ও আইটি মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একটি যৌথ উদ্যোগ। এটি একাধারে অ্যাকাডেমিয়া, MSME, স্টার্টআপ সহ এই শিল্প জগতের সব ধরনের গবেষকদের ওপরই গুরুত্ব প্রদান করবে। সাথে এটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সার্ভিয়ালেন্স এন্ড ইমেজ প্রসেসিং, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, হেল্থ কেয়ার, রোবোটিক্স, কম্পিউটার ভিশন, রেকমেন্ডার সিস্টেম, শিক্ষা, কৃষি, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা এবং জাতীয় সুরক্ষার মত আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সকল দিকগুলি নিজের আওতায় রেখেছে।

লক্ষণীয় বিষয় এই যে, শুধুমাত্র Param Siddhi-AI-ই একমাত্র ভারতীয় সুপার কম্পিউটার নয়, যেটি সেরা ১০০-র তালিকায় নিজের স্থান করে নিয়েছে। Mint-এর রিপোর্ট অনুযায়ী, Pratyush নামের যে সুপার কম্পিউটারটি আবহাওয়া পূর্বাভাসের কাজে ব্যবহার করা হয়, সেটি এই লিস্টে ৭৮তম স্থানে ছিল।