হ্যাসেলব্লাডের ক্যামেরা এবার Oppo Find N3 ফোনে, লঞ্চের আগেই গোল্ড কালার ভ্যারিয়েন্টের ছবি উত্তাপ ছড়াচ্ছে

Oppo Find N3 স্মার্টফোনের পেছনে বড় আকারের বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে

আগামী ১৯শে অক্টোবর চীনের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Oppo Find N3। জানিয়ে রাখি, এই একই মডেলকে বিশ্বব্যাপী OnePlus Open হিসাবে লঞ্চ করা হবে। আপকামিং এই ফোল্ডেবল ফোনকে পূর্বসূরির তুলনায় একাধিক ফিচারগত আপগ্রেডেশনের সাথে নিয়ে আসা হতে পারে। সর্বোপরি Oppo Find N3 সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে বলে জানা গেছে। সম্প্রতি সামনে আসে যে, এই ফ্ল্যাগশিপ ফোনটি লেদার সহ রেড কালার অপশনে লঞ্চ হবে। আবার আজ জনপ্রিয় টিপস্টার ইভান ব্লাস (Evan Blass) Oppo Find N3 স্মার্টফোনের গোল্ড কালার ভ্যারিয়েন্টের হ্যান্ডস অন লাইভ ইমেজ শেয়ার করেছেন।

আনুষ্ঠানিক লঞ্চের আগেই ফাঁস হল Oppo Find N3 স্মার্টফোনের লাইভ ইমেজ

সদ্য প্রকাশ্যে আসা লাইভ ইমেজে, ওপ্পো ফাইন্ড এন৩ স্মার্টফোনের পেছনে বড় আকারের বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। এই মডিউলের ভিতরে তিনটি ক্যামেরা সেন্সর এবং ‘হ্যাসেলব্লাড’ ব্র্যান্ডিং লোগো রয়েছে। আবার ডিভাইসের নিচের প্রান্তে – স্পিকার গ্রিল, একটি সিম কার্ড স্লট এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট লক্ষ্যণীয়। এছাড়া টিপস্টার নিশ্চিত করেছেন যে, আপকামিং এই ফোল্ডেবল হ্যান্ডসেটকে লঞ্চ-পরবর্তী সময়ে গোল্ড কালারের পাশাপাশি ব্ল্যাক এবং গ্রীন কালার ভ্যারিয়েন্টেও পাওয়া যাবে।

প্রসঙ্গত পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, Oppo Find N3 ফোনের ডিসপ্লে বিশ্ববাজারে বিদ্যমান অন্যান্য ফোল্ডেবল মডেলের মতো লম্বা হবে না। এতে ৭.৮২-ইঞ্চির AMOLED প্রাইমারি বা ইনার ডিসপ্লে এবং ৬.৩১-ইঞ্চির AMOLED কভার বা আউটার ডিসপ্লে দেওয়া হবে। উভয় ডিসপ্লেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার ছবি তোলার জন্য এই হ্যান্ডসেটে – ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৪৮ মেগাপিক্সেল সেকেন্ডারি আল্ট্রা-ওয়াইড লেন্স + ৬৪ মেগাপিক্সেল টেলিফটো শ্যুটার মিলবে বলে আশা করা হচ্ছে৷ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর এবং ১০০ ওয়াট চার্জিং সমর্থিত ৪,৮০৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ লঞ্চ হতে পারে।

এছাড়া জানা গেছে, Oppo Find N3 ফোনটি Huawei Mate X3 -এর তুলনায় কিছুটা অধিক পুরু কিন্তু ওজনে হালকা হবে। অর্থাৎ বুক-স্টাইলের এই আপকামিং ফ্ল্যাগশিপ ফোনটি ১২.৪৪ মিমি পুরু এবং ওজনে ২৪৪.৮ গ্রাম হতে পারে।