আকর্ষণীয় অফারের সাথে আজ থেকে ভারতে শুরু iPhone 12 mini ও 12 Pro Max এর প্রি-অর্ডার

আজ থেকে ভারতে শুরু হচ্ছে iPhone 12 mini ও iPhone 12 Pro Max এর প্রি-অর্ডার। ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে এই ফোন দুটির প্রি-অর্ডার শুরু হবে। আপনি অফলাইন ও অনলাইন, দুজায়গা থেকেই আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স প্রি-অর্ডার করতে পারবেন। মজার ব্যাপার হল এই দুটি ফোন আইফোন ১২ সিরিজের সবচেয়ে সস্তা ও সবচেয়ে দামি ফোন। গতমাসে এই সিরিজের iPhone 12 এবং iPhone 12 Pro ফোন দুটির প্রি-অর্ডার ও সেল শুরু হয়েছিল।

iPhone 12 mini ও iPhone 12 Pro Max এর প্রি-অর্ডার, সেল ও অফার

আগামী ১৩ নভেম্বর থেকে ভারতে আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স এর সেল শুরু হবে। তবে তার আগে আজ সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকেই ফোন দুটি আপনি প্রি-অর্ডার করতে পারবেন। Apple Online Store সহ বড় বড় ই-কমার্স সাইট এবং রিটেল স্টোর থেকে iPhone 12 mini ও iPhone 12 Pro Max প্রি-অর্ডার করা যাবে।

লঞ্চ অফারের কথা বললে HDFC Bank এর ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে EMI ট্রানজাকশনে আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স এর ওপর যথাক্রমে ৫,০০০ টাকা ও ৬,০০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার HDFC Bank এর ডেবিট কার্ড গ্রাহকরা নন ইএমআই ট্রানজাকশনে ১,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে।

iPhone 12 mini ও iPhone 12 Pro Max এর দাম

আইফোন ১২ এর ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯০০ টাকা। আবার ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৪,৯০০ টাকা ও ৮৪,৯০০ টাকা। ফোনটি ব্লু, গ্রীন, ব্ল্যাক, হোয়াইট ও প্রোডাক্ট (রেড) কালারে পাওয়া যাবে।

আইফোন ১২ প্রো ম্যাক্স এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৯,৯০০ টাকা। আবার ফোনটির ২৫৬ জিবি ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,৩৯,৯০০ টাকা, ও ১,৫৯,৯০০ টাকা। এটি গোল্ড, প্যাসিফিক ব্লু, গ্রাফাইট ও সিলভার কালারে এসেছে।

iPhone 12 mini ও iPhone 12 Pro Max এর স্পেসিফিকেশন

আইফোন ১২ মিনি ও আইফোন ১২ প্রো ম্যাক্স ফোনে আছে যথাক্রমে ৫.৪ ইঞ্চি ও ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। প্রটেকশনের জন্য ডিসপ্লের উপরে সিরামিক শিল্ড গ্লাস ব্যবহার করা হয়েছে। এই দুই ফোনে A14 Bionic প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ১৫ ওয়াট পর্যন্ত MagSafe ওয়্যারলেস চার্জিং ও ৭.৫ ওয়াট পর্যন্ত Qi ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

iPhone 12 mini ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ উপলব্ধ। যে দুটি ক্যামেরা হল ১২ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ও আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স। এদের অ্যাপারচার যথাক্রমে এফ/১.৬ ও এফ/২.৪। ফোনের সামনে আছে এফ/২.২ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আইফোন ১২ মিনি ১৫ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেয়।

এদিকে iPhone 12 Pro Max ফোনে ১২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই তিনটি ক্যামেরা হল ওয়াইড, আলট্রা ওয়াইড ও টেলিফোটো লেন্স। যাদের অ্যাপারচার যথাক্রমে এফ/১.৬, এফ/২.৪ ও এফ/২.২। iPhone 12 Pro Max হল প্রথম আইফোন যেটি দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ দেবে। দাবি অনুযায়ী, ফোনটি ২০ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম দেবে।