10 হাজারের কমে অবাক করা ফিচার, এখন দারুণ সস্তায় মিলছে এই Motorola স্মার্টফোনগুলি

Motorola Smartphones Under 10000: আজকালকারদিনে গাদাগুচ্ছের প্রিমিয়াম ফোন বাজারে লঞ্চ হলেও, অনেকেই আছেন যারা দামি ফোন কিনতে চাননা। বদলে তাদের চাই কম দামে দারুণ ফিচারের স্মার্টফোন। সেক্ষেত্রে আপনিও যদি বর্তমানে এমনই সস্তায় তথা 10 হাজার টাকায় একটি ভালো হ্যান্ডসেট কিনতে চান, তাহলে Motorola-র কয়েকটি মডেল আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আসলে ই-কমার্স জায়ান্ট Flipkart এখন এই জনপ্রিয় ব্র্যান্ডটির বেশ কিছু ফোন ছাড়ে বিক্রি করছে। এইসব Motorola ফোন 10,000 টাকারও কমে কিনে উন্নত মানের ডিসপ্লে-ক্যামেরা ও বিশাল ব্যাটারি উপভোগ করা যাবে।

এখন 10,000 টাকায় কিনতে পারেন এই Motorola ফোনগুলি

১. Motorola E13: এই ফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ফ্লিপকার্ট থেকে 7,499 টাকায় কেনা যাবে।

এতে আছে 60 হার্টজ 6.5 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি606 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 13 মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা ও ডলবি অ্যাটমস সাপোর্ট।

২. Motorola G04: এটি এখন ই-কমার্স প্ল্যাটফর্মটি থেকে 7,999 টাকায় কেনা যাবে, সাথে থাকবে হাজার টাকার ব্যাঙ্ক অফার।

এই ফোনটি 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, ইউনিসক টি606 প্রসেসর, 5,000 এমএএইচ ব্যাটারি, 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমস-টিউনড্ সিঙ্গেল স্টেরিও স্পিকার অফার করে।

৩. Motorola G14: এটি বর্তমানে ফ্লিপকার্ট থেকে 8,499 টাকায় কেনা যাবে।

এই স্মার্টফোনটিতে 60 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুলএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, অক্টা-কোর ইউনিসক টি616 প্রসেসর, 20 ওয়াট টার্বো-পাওয়ার চার্জিং সাপোর্টবিশিষ্ট 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ মেলে।

৪. Motorola G24 Power: এই ফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি বর্তমানে 8,999 টাকায় বিক্রি হচ্ছে, এর সাথে 1,000 টাকার ব্যাঙ্ক অফার কাজে লাগানো যাবে।

এই ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট 6,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

৫. Motorola G32: 8 জিবি ও 128 জিবি স্টোরেজ বিশিষ্ট এই ফোনের দাম এমনিতে 11,999 টাকা হলেও এখন এটি ফ্লিপকার্টে 9,999 টাকায় মিলছে।

এই ফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সিস্টেম আছে।