ভারতে তৈরি Skoda Kushaq SUV এবার বিদেশে লঞ্চ করবে Volkswagen, উৎপাদন শুরু করল

ভারতে এখনও পর্যন্ত ব্যবসায় ভরপুর লক্ষ্মীলাভ হয়েছে জার্মান ব্র্যান্ড ফোক্সভাগেনের মালিকানাধীন চেকোস্লাভিয়ার গাড়ি সংস্থা স্কোডা অটো (Skoda Auto)। এদেশে তাদের ফ্ল্যাগশিপ এসইউভি মডেল Kushaq-এর জনপ্রিয়তায় অভিভূত সংস্থাটি বিদেশের বাজারে এবার রপ্তানির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই লেফট হেন্ড ড্রাইভ (LFT) অর্থাৎ বাঁ দিকে চালকের আসন সমেত Kushaq-এর নির্মাণ শুরু করে দিয়েছে স্কোডার ভারতীয় শাখা। এই মাঝারি আকারের এসইউভি মডেলটির হাত ধরে উক্ত সেগমেন্টে পদার্পণ করেছিল তারা। যেটি আবার ভারতেই প্রথম লঞ্চ করা হয়েছিল। Skoda Kushaq ভারতে সংস্থার দ্বিতীয় পর্যায়ের প্রকল্প বা ইন্ডিয়া ২.০ প্রোজেক্টের প্রথম মডেল ছিল।

স্কোডা ঘোষণা করেছে, মেড ইন ইন্ডিয়া Kushaq-এর LHD ভার্সনগুলি রপ্তানির জন্য শীঘ্রই প্রস্তুত হয়ে যাবে। এই প্রসঙ্গে ফোক্সভাগেনের মালিকানাধীন স্কোডা অটোর ম্যানেজিং ডিরেক্টর পীযূষ অরোরা বলেন, “গত বছর ভারতে Skoda Kushaq-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের কারণে এটি বাজারে নিজের জায়গা পাকাপোক্ত করেছে। একইসাথে এদেশে ব্র্যান্ড এবং গোষ্ঠীর সাফল্য এনেছে গাড়িটি। আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করতে চলা এই ওয়ার্ল্ড-ক্লাস এসইউভি গাড়িটি ভারতে নির্মাণের প্রসিদ্ধতা সম্পর্কে সমগ্র বিশ্বকে দেখিয়ে দেবে।”

অরোরা জানান, তাদের প্রতিটি পদক্ষেপ ভারতকে ফোক্সভাগেন গোষ্ঠীর রপ্তানির তালুক হিসেবে গড়ে তোলার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। গাড়িটির ব্যতিক্রমী ডিজাইন, গুণগত মান এবং পারফর্ম্যান্সের দিক থেকে বিশ্ববাজারেও এটি সাফল্য অর্জন করতে পারবে বলে আত্মবিশ্বাসী তাঁরা। এদিকে, ফোক্সভাগেন তাদের Taigun ও Virtus রপ্তানির পরপরই স্কোডাও Kushaq-এর রপ্তানির জন্য কোমর বেঁধেছে। উপরে উক্ত প্রতিটি মডেল ভারতের MQB-A0-IN প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি।

প্রসঙ্গত, ২০২১-এ Skoda Kushaq ভারতে লঞ্চ করেছিল। এদেশে অন্যতম বেস্ট সেলিং মডেল এটি । স্ট্যান্ডার্ড ফিচারের বলতে এতে আছে টায়ার প্রেসার মনিটারিং। ১.০ লিটার টিএসআই ইঞ্জিন গাড়িটিকে ৭ থেকে ৯ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে। Kushaq মোট পাঁচটি ভ্যারিয়েন্টে অফার করা হয় – অ্যাকটিভ, অ্যাম্বিশন, স্টাইল এনএসআর, স্টাইল এবং মন্টে কার্লো। এর দাম ১১.২৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৯.৪৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। বাজারে গাড়িটির প্রতিপক্ষদের তালিকায় রয়েছে Volkswagen Taigun, Kia Seltos, Hyundai Creta, Toyota Urban Cruiser ও আসন্ন Maruti Suzuki Grand Vitara।