অজানা সার্ভার সমস্যার মুখে Battlegrounds Mobile India, গেমে লগইন করতে পারছেন না একাংশ ইউজার

গত জুলাইয়ে নতুন ব্যাটেল রয়্যাল গেম Battlegrounds Mobile India (ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া) বা BGMI (বিজিএমআই) লঞ্চের পর থেকে কেটে গেছে বেশ কয়েকটা মাস। ইতিমধ্যেই PUBG Mobile-এর এই বিকল্পটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে, গড়ে উঠেছে এটির শক্তিশালী ইউজারবেসও। তবে এবার, বছরের শেষ লগ্নে পৌঁছে এই BGMI গেমের কারণেই কার্যত ভোগান্তির মুখে পড়লেন প্লেয়াররা। আসলে গতকাল অর্থাৎ বুধবার, BGMI প্লেয়াররা গেমে লগইন করতে পারছিলেন না বলে জানা গিয়েছে। এমনকি গেমের ডেভেলপার Krafton (ক্রাফটন) নিজেই এই ত্রুটির কথা স্বীকার করে সমস্যার দ্রুত নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছে। যদিও এই লগইন সমস্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

BGMI-এর লগইন সম্পর্কে ঠিক কী বলেছে Krafton?

গেমের ওয়েবসাইটে একটি পোস্টে ক্রাফটন বলেছে যে, ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাত ৯টার পর কিছু প্লেয়ার লগইন সমস্যার কথা চিহ্নিত করেছে। এক্ষেত্রে ইউজাররা গেম খেলতে গিয়ে একটি নোটিফিকেশন পেয়েছেন, যেখানে সার্ভার অথেন্টিকেশন এররের জন্য লগইন ক্যান্সেল হয়েছে বলে দাবি করা হয়েছে। সমস্যার কবলে পড়া ইউজাররা গেমটির লগইন ব্যর্থ হওয়ার স্ক্রিনশট গেমের অফিসিয়াল পেজের সর্বশেষ পোস্টের কমেন্ট বক্সে আপলোড করেছেন৷ এখনো পর্যন্ত সম্ভবত এই লগইন সমস্যা এড়ানো যাচ্ছে না। তবে টেক নিউজ পোর্টাল গ্যাজেট ৩৬০ জানিয়েছে যে তারা এই সমস্যা চলাকালীনই গেমটিতে লগ ইন করতে সক্ষম হয়েছে। এমনকি তারা অন্যান্য ইউজারদের সাথে ম্যাচ খেলেছেন বলে দাবি উঠেছে।

উল্লেখ্য, ক্রাফটনের উক্ত পোস্টটি পরে আজ বৃহস্পতিবার রাত ১২টা ৫-এ আপডেট করা হয় আর সেখানে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি বলেছে যে তারা এখনও লগইন সমস্যাটি নিয়ে তদন্ত করছে। কোনো আপডেট বা সমাধান পেলে তারা অতি সত্ত্বর ইউজারদের নোটিশ পাঠাবে।

BGMI-এর মতই সার্ভার সমস্যায় ছিল আরেকটি ব্যাটেল রয়্যাল গেম

বলে রাখি, শুধুমাত্র বিজিএমআই গেমেই নয় আরেক জনপ্রিয় ব্যাটেল রয়্যাল গেম ফোর্টনাইট (Fortnite)-এও প্রায় একইরকম সার্ভার সমস্যা দেখা গেছে। তবে এই গেমটি গতকাল রাত ৮:৩০টায় অনুপলব্ধ ছিল, যার ফলে গেমাররা এটি খুলতে পারেননি। পরে, আজ ভোর ৫:২০-তে ফোর্টনাইট অনলাইনে ফিরে আসে।