Vivo Y22T ফোনের ফিচার ফাঁস, Snapdragon চিপের সঙ্গে মাল্টিটাস্কিংয়ের জন্য পর্যাপ্ত র‍্যাম

ভিভোর পরবর্তী Y-সিরিজ স্মার্টফোন হিসাবে Vivo Y22T খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে পারে। ডিভাইসটিকে সম্প্রতি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ডেটাবেসে দেখা গেছে। আর এখন সেটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এ উপস্থিত হয়েছে, যা প্রসেসর, র‍্যামের পরিমাণ এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানিয়েছে।

Vivo Y22T হাজির হয়েছে Geekbench-এর সাইটে

V2313 সহ মডেল নম্বর ভিভো ওয়াই২২টি ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হবে। সেখান থেকে সিপিইউ এবং জিপিইউ বিষয়ক তথ্যও সামনে এসেছে, যা নির্দেশ করছে যে ওয়াই২২টি সম্ভবত স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেটের সাথে আসবে। যেহেতু উল্লেখিত প্রসেসরটি ৫জি কানেক্টিভিটি সাপোর্ট করে না, তাই ভিভোর এই ফোনটিও একটি ৫জি-রেডি ডিভাইস হবে না।

এছাড়াও বলা হয়েছে যে, ভিভো ওয়াই২২টি ৬ জিবি র‌্যাম অফার করবে এবং অ্যান্ড্রয়েড ১৩ ওএসে চলবে, যার ওপর সম্ভবত ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13) কাস্টম স্কিনের স্তর থাকবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ভিভো ওয়াই২২টি গিকবেঞ্চ ৬ (Geekbench 6)-এর সিঙ্গেল-কোর টেস্টে এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ৩৭৭ এবং ১,৫০১ পয়েন্ট স্কোর করেছে। বর্তমানে, ওয়াই২২টি-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই।

উল্লেখ্য, Vivo Y22T গত বছর লঞ্চ হওয়া Vivo Y22 সিরিজের নয়া ভ্যারিয়েন্ট হবে, যার মধ্যে ইতিমধ্যে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Y22 এবং Y22s। দ্বিতীয় ফোনটিতে ৬.৫ ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে ব্যবহৃত হয়েছে Qualcomm Snapdragon 680 চিপসেট, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজের সাথে যুক্ত।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo Y22s-এ ১৮ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ফটোগ্রাফির জন্য, হ্যান্ডসেটটিতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল (প্রধান) + ২ মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম অবস্থান করছে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Vivo Y22-এ Helio G85 প্রসেসরটি ছাড়া, Y22s মডেলের মতো একই স্পেসিফিকেশন বর্তমান।