Oppo A95 4G শীঘ্রই AMOLED ডিসপ্লে সহ বাজারে আসছে, পেল NBTC, FCC সার্টিফিকেশন

A95 4G মডেলের এক নয়া স্মার্টফোনের উপর কাজ করছে Oppo৷ টিপস্টার অভিষেক যাদবের টুইট থেকে জানা গিয়েছে, Oppo A95 4G-এর মডেল নম্বর CPH2365৷ অভিষেক আজ থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে এই ফোনটি খুঁজে পেয়েছে। পাশাপাশি FCC থেকেও ফোনটি অনুমোদন লাভ করেছে। উল্লেখযোগ্য বিষয় হল, FCC-এর লিস্টিং থেকে Oppo A95 4G-এর কয়েকটি ফিচারের ব্যাপারে জানা গিয়েছে।

Oppo A95 4G সম্পর্কে FCC থেকে কী সামনে এল

এফসিসি-এর নথিপত্রে ওপ্পো এ৯৫ ৪জি-এর ডায়াগ্রাম খুঁজে পাওয়া গিয়েছে। তাতে স্মার্টফোনটির বামদিকে ভলিউম কী এবং ডানদিকে পাওয়ার বাটন থাকতে দেখা যাচ্ছে। সম্ভবত ফোনটিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাথে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ওপ্পো এ৯৫ ৪জি-এর পিছনে এলইডি ফ্ল্যাশ-সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে। ফোনের নীচের প্রান্তে ৩.৫ মিমি অডিও জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি পোর্ট, এবং স্পিকার গ্রিল রয়েছে।

এফসিসি লিস্টিং অনুসারে, Oppo A95 4G অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক কালার ওএস ১১.১ ইন্টারফেসে রান করবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে।যার সঙ্গে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে৷ আপাতত এই তথ্যগুলিই সামনে এসেছে।

প্রসঙ্গত, থাইল্যান্ডের NBTC ও আমেরিকার FCC ছাড়াও ইন্দোনেশিয়ার TKDN, ও চীনের CQC থেকেও Oppo A95 4G অনুমোদিত হয়েছে। সার্টিফিকেশনগুলির ইঙ্গিত, খুব সম্ভবত সামনের মাসেই Oppo A95 4G আত্মপ্রকাশ করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন