অল্প দামে ভাল দেখে 5G ফোন কিনতে চান? Amazon ও Nokia আপনাকে দিচ্ছে দারুণ সুযোগ

গত মাসে Nokia G42 5G একটি সাশ্রয়ী এবং টেকসই স্মার্টফোন হিসাবে ভারতের বাজারে ১২,৫৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি এক্সক্লুসিভলি ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট নোকিয়া ডট কমে পাওয়া যায়। লঞ্চের কয়েক সপ্তাহের মধ্যেই এবার অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ (Amazon Great Indian Festival 2023)-এর অংশ হিসেবে Nokia G42 5G-এর ওপর সরাসরি ছাড় ঘোষণা করা হয়েছে। এই ফোনটি অ্যামাজনের সেলে কত দামে মিলবে, চলুন জেনে নেওয়া যাক।

Amazon Great Indian Festival 2023 সেলে Nokia G42 5G-এর ওপর পাওয়া যাবে বড় ছাড়

নোকিয়া গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৩ আগামী ৮ অক্টোবর শুরু হতে চলেছে। এই সেলে নোকিয়া জি৪২ ৫জি-এর বিক্রয় মূল্যের ওপর ৬০০ টাকা ছাড় পাওয়া যাবে। গত মাসে হ্যান্ডসেটটি ১২,৫৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তবে অ্যামাজনের সেল চলাকালীন এটি ১১,৯৯৯ টাকায় মিলবে। কেনার আগে তাই ফোনটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Nokia G42 5G-এর স্পেসিফিকেশন

নোকিয়া জি৪২ ৫জি-তে ৬.৫৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই কর্নিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত স্ক্রিনটিতে ২-পিস ইউনিবডি ডিজাইন দেখা যায়। আবার, ফোনের পিছনের কভারটি ৬৫% রিসাইকেল করা প্লাস্টিক থেকে তৈরি। স্থায়িত্ব হল Nokia G42 5G-এর আরেকটি মূল বৈশিষ্ট্য। ফোনটি দীর্ঘায়ুর সাথে আপস না করে দৈনন্দিন ব্যবহারের ধকল সহ্য করতে পারে, আর তা নিশ্চিত করার জন্য ড্রপ টেস্ট সহ একাধিক কঠিনতার পরীক্ষার মধ্য দিয়ে গেছে।

ফটোগ্রাফির জন্য, Nokia G42 5G-তে শক্তিশালী ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। ১১ জিবি র‍্যাম (৬ জিবি ফিজিক্যাল র‍্যাম + ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম) ও ১২৮ জিবি স্টোরেজ এবং মজবুতির কারণে Nokia G42 5G তার দামের সেগমেন্টে একটি স্ট্যান্ডআউট ডিভাইস হয়েছে উঠেছে।

এছাড়া, Nokia G42 5G দুই বছরের ওএস আপগ্রেড গ্যারান্টিও অফার করে, যার অর্থ হল এর সফ্টওয়্যার আপ-টু-ডেট থাকবে। ডিভাইসটি Qualcomm Snapdragon 480 Plus 5G চিপসেট দ্বারা চালিত, যা দ্রুত ৫জি সংযোগ প্রদান করে। তিন দিনের বিশাল ব্যাটারি লাইফ এই নোকিয়া ফোনের আরেক বড় আকর্ষণ। এর অর্থ হল ইউজাররা ঘন ঘন চার্জ করার চিন্তা ছাড়াই ফোনটি দীর্ঘদিন ধরে ব্যবহার পারবেন।