Vivo Y1s ৩ জিবি র‌্যামের সাথে ভারতে লঞ্চ হল, দাম ১০ হাজার টাকার কম

দিন চার-পাঁচ আগেই চীনা স্মার্টফোন নির্মাতা Vivo, তার Y1s হ্যান্ডসেটটির দাম বাড়িয়েছিল। এই ঘোষণার পর আজ মঙ্গলবার, সংস্থাটি ভারতের বাজারের জন্য Vivo Y1s-এর নতুন ৩ জিবি র‌্যাম সংস্করণটি লঞ্চ করল। প্রসঙ্গত গত নভেম্বরে ফোনটি ২ জিবি র‌্যামের সাথে লঞ্চ হয়েছিল। এতে ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে। নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ আসলেও, ভিভো ওয়াই১এস এর স্পেসিফিকেশনে কোনো বদল আনা হয়নি।

Vivo Y1s-এর স্পেসিফিকেশন:

ভিভো ওয়াই১এস ফোনে আছে ৬.২২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার স্ক্রিন রেজোলিউশন ৭২০×১৫২০ পিক্সেল। আবার এই ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস কাস্টম স্কিনে চলবে।

ফটো এবং ভিডিওগ্রাফির জন্য, Vivo-র এই বাজেট ফোনের পেছনে ১৩ মেগাপিক্সেলের (অ্যাপারচার এফ/২.২) সিঙ্গেল ক্যামেরা রয়েছে। আবার সামনে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ওজন ১৬১ গ্রাম এবং ব্যাটারি ক্যাপাসিটি ৪,০৩০ এমএএইচ।

অন্যান্য ফিচারের কথা বললে, Vivo Y1s ফোনে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, GPS/ A-GPS, এফএম রেডিও, মাইক্রো-ইউএসবি এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে। পাশাপাশি এতে অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরের মত বোর্ড সেন্সরও বিদ্যমান।

Vivo Y1s-এর দাম, প্রাপ্যতা:

ভিভো ওয়াই১এস এর ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৪৯০ টাকা। আবার ফোনটির ২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট ৮,৪৯০ টাকায় পাওয়া যাবে। এটি অররা ব্লু ও অলিভ ব্ল্যাক রংয়ে উপলব্ধ। ফোনটি Amazon, Flipkart, Paytm, Tatacliq, Vivo India ই-স্টোর এবং Bajaj EMI স্টোর থেকে কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন