Royal Enfield-এর মাস্টারপ্ল্যান, বিদেশী বাইকদের সঙ্গে পাঙ্গা নিতে নতুন Bullet 350 ইউরোপে যাবে পুজোর পরে

নতুন প্রজন্মের Royal Enfield Bullet 350 গত ১ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ করেছে। তামিলনাড়ুর ওরাগাদামে সংস্থার কারখানাতে তৈরি হবে এটি। ভারতে J-সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা এই মোটরসাইকেলটি অক্টোবরের শেষের দিকে ইউরোপের বাজারে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে রয়্যাল এনফিল্ড।

Royal Enfield Bullet 350 ইউরোপের বাজারে লঞ্চ হবে

ইউরোপে পা রাখতে চলা নতুন প্রজন্মের Bullet 350-এর মডেলটি ভারতীয় ভার্সনের সাথে হুবহু এক হবে। শুধুমাত্র নির্গমন বিধিতে ফারাক থাকতে পারে। সংস্থা সূত্রে ঘোষণা করা হয়েছে, ইউরোপ ছাড়াও আমেরিকা, সার্ক এবং অ্যাপাক গোষ্ঠীভুক্ত দেশগুলির বাজারে ধীরে ধীরে লঞ্চ করা হবে বাইকটি।

প্রসঙ্গত, Royal Enfield Bullet 350-এর এই J-সিরিজ ইঞ্জিনটি সংস্থার Classic 350, Hunter 350 ও Meteor 350-তেও ব্যবহার করা হয়েছে। তবে বুলেট ৩৫০-এর চ্যাসিসটি আরও উন্নত। তিনটি ভ্যারিয়েন্টে অফার করা হবে এটি – মিলিটারি রেড ও ব্ল্যাক, স্ট্যান্ডার্ড ব্ল্যাক অথবা মেরুন এবং টপ-স্পেক ব্ল্যাক গোল্ড।

Royal Enfield Bullet 350-এর ব্ল্যাক গোল্ড ট্রিমের ফুয়েল ট্যাংকে ফেম কপার ম্যাড্রাসের স্ট্রিপ রয়েছে। এছাড়া আছে গোল্ড 3D ব্যাজ, ব্ল্যাক আউট ইঞ্জিন ও কম্পোনেন্ট, ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস। ফিচারের তালিকায় উপস্থিত একটি ১৩ লিটার টিয়ার ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, সিগনেচার ‘টাইগার আই’ হেডল্যাম্প ইউনিট। ১৯৫৪ সাল থেকে যা সাইকেলটির শোভা বাড়িয়ে আসছে। এটি এলসিডি ডিসপ্লে সহ সেমি অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল পেয়েছে।

নতুন সংস্করণের Royal Enfield Bullet 350-এর দাম ১.৯৭ লাখ থেকে শুরু করে ২.১৬ লাখ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। ৩ সেপ্টেম্বর থেকে নতুন বুলেটের ডেলিভারি শুরু করেছে রয়্যাল এনফিল্ড।