সূর্যকে মৃত্যুর আগে কেমন দেখতে লাগবে? ধবংস হতে চলা নক্ষত্রের ছবি প্রকাশ করে ধারণা দিল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

এই নীহারিকাটি পৃথিবী থেকে ২৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এটি মহাকাশে একটি মৃত নক্ষত্রের বিস্ফোরণের পর, তার থেকে সৃষ্টি হয়েছে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (The James Webb Space Telescope) লঞ্চ হবার পর থেকে আমরা মহাবিশ্বের নানান মুগ্ধকর ছবি দেখতে পাচ্ছি। বর্তমানে এটি লায়রার (Lyra) উত্তর নক্ষত্রমন্ডলে স্থিত Ring Nebula-র একটি ছবি পাঠিয়েছে, যা দেখে অবাক হয়েছে মহাকাশ বিজ্ঞানীরা।

এই ছবিটিতে দূরবর্তী নক্ষত্রটির জীবনের শেষ পর্যায়গুলি দেখা যাচ্ছে। যেখানে একে একটি উজ্জ্বল সবুজ এবং বেগুনি রঙের চোখের মতন দেখাচ্ছে। এই নীহারিকাটি পৃথিবী থেকে ২৬০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এটি মহাকাশে একটি মৃত নক্ষত্রের বিস্ফোরণের পর, তার থেকে সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীদের মতে, এই চিত্রগুলি নক্ষত্রের জীবনচক্র বুঝতে সাহায্য করতে পারে।

জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক মাইক বারলো বলেছেন, আমরা এই ছবির মাধ্যমে একটি নক্ষত্রের জীবনের শেষ সময়গুলি প্রত্যক্ষ করছি, এই ছবিকে সূর্যের সুদূর ভবিষ্যতের একটি প্রাকদর্শনও বলা যেতে পারে।

অধ্যাপক বারলো আরো বলেছেন যে, আমরা গ্রহের নীহারিকা কিভাবে গঠিত হয় এবং ধীরে ধীরে বিবর্তিত হয়, তা অধ্যয়ন করার জন্য রিং নীহারিকাকে আমাদের পরীক্ষাগার হিসেবে ব্যবহার করতে পারি।

রিং নেবুলা হলো উজ্জ্বল গ্যাস এবং ধূলিকণার মিশ্রণে তৈরি ডোনাট আকৃতির একটি রিং এবং এটি সারা গ্রীষ্মকাল জুড়ে ছোট্ট টেলিস্কোপ দিয়েও দৃশ্যমান।

এদিকে ম্যানচেস্টার ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিক্স-এর অধ্যাপক অ্যালবার্ট জিজলসট্রা বলেছেন, ছবিগুলির বিশদ বিবরণ দেখে আমরা অবাক হয়েছি, কারণ নীহারিকাকে এত পরিষ্কারভাবে এর আগে কখনো দেখিনি। তিনি আরো বলেছেন, আমরা আগে জানতাম যে গ্রহের নীহারিকাগুলি সুন্দর, কিন্তু এখন দেখছি এগুলি অভাবনীয় সুন্দর।