Innova-র থেকেও সুন্দর, লঞ্চের আগেই ছবি ফাঁস হয়ে হইচই ফেলল Maruti Suzuki Invicto

ভারতে মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি গাড়ির আসরে নতুন সদস্য হিসেবে পা রাখতে চলেছে Maruti Suzuki Invicto। আগামী ৫ জুলাই লঞ্চ। তার আগেই এদেশে মারুতি সুজুকি (Maruti Suzuki)-র এক শোরুমে গাড়িটি কে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ফলত Toyota Innova Hycross-এর রিব্যাজ ভার্সনটির ডিজাইন সম্পর্কিত সম্যক ধারণা মিলেছে।

Maruti Suzuki Invicto: ডিজাইন

মারুতি সুজুকি ইনভিক্টো-তে উপস্থিত Innova Hycross-এর তুলনায় ভিন্ন ফ্রন্ট গ্রিল। যার মধ্যে দুটি ক্রোম স্ল্যাট হেডলাইট পর্যন্ত বিস্তৃত। দর্শনের দিক থেকে এটি নতুন Brezza-র গ্রিলের ন্যায়। হেডলাইটে রয়েছে নেক্সা সিগনেচার, থ্রি-ব্লক ডিআরএল এবং রি-ডিজাইন বাম্পার। ইনভিক্টো-র পেছনে দেওয়া হয়েছে নেক্সা টেল ল্যাম্প। তবে এর হুইল আর্চের চতুর্দিকে প্লাস্টিক ক্ল্যাডিং অনুপস্থিত। উপরিউক্ত এই পরিবর্তনগুলি ছাড়া দুটি এমপিভি-র ডিজাইন প্রায় অনুরূপ বলা যায়।

Maruti Suzuki Invicto: ইঞ্জিন

Hyryder-এর রিব্যাজ ভার্সন Maruti Suzuki Grand Vitara-এর মতো Invicto মডেলটিও টয়োটার বেঙ্গালুরুর কারখানায় তৈরি হবে। গাড়িটিতে শক্তি জোগাতে Innova-এর ২.০ লিটার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন দেওয়া হয়েছে। ১৮৪ বিএইচপি শক্তি উৎপাদনকারী ইঞ্জিনটি একটি e-CVT ইউনিট সমেত বেছে নেওয়া যাবে। বস্তুত ভারতে এটিই মারুতি সুজুকির প্রথম অটোমেটিক-অনলি মডেল।

জুলাইতে লঞ্চ হতে চলা Maruti Suzuki Invicto সংস্থার ফ্ল্যাগশিপ মডেল হিসেবে আসবে। ভারতের বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Toyota Innova Hycross, যার দাম ২৫.০৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মারুতি সুজুকির মডেলটির দাম এর চাইতে সামান্য কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।