ফোনের সাথে স্পিকার, চার্জার ও ইয়ারবাড সব ফ্রি, Nokia XR21 এর সাথে লোভনীয় অফার

অস্ট্রেলিয়ায় Nokia XR21 ফোনটির দাম ৭৯৯ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৪৪,৫০০ টাকা) এবং জার্মানি, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসে ফোনটির দাম ৫৯৯ ইউরো (প্রায় ৫৩ হাজার টাকা) রাখা হয়েছে

ফোনের স্পিকার, ইয়ারবাড বা ফাস্ট চার্জার যদি বিনামূল্যে পাওয়া যায়, তাহলে হয়তো কেউ এমন অফার ছাড়তে চাইবে না। আর নোকিয়া তাদের স্মার্টফোন ‘Nokia XR21 Rugged smartphone’-এর সাথে এমনই লোভনীয় অফার দিচ্ছে। উল্লেখ্য, গত মে মাসে ব্রিটেনে এই ফোনটি লঞ্চ হয়। কিছুদিন পরে এটি যুক্তরাষ্ট্রের বাজারে আসে। এখন Nokia XR21 Rugged স্মার্টফোন ইউরোপীয় অঞ্চলের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও লঞ্চ হল।

Nokia XR21 এর দাম ও অফার

অস্ট্রেলিয়ায় নোকিয়া এক্সআর২১ ফোনটির দাম ৭৯৯ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৪৪,৫০০ টাকা) এবং জার্মানি, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসে ফোনটির দাম ৫৯৯ ইউরো (প্রায় ৫৩ হাজার টাকা) রাখা হয়েছে। এটি সিঙ্গেল মিডনাইট ব্ল্যাক কালার এবং ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে।

অস্ট্রেলিয়ায় নোকিয়া এক্সআর২১ এর সাথে বিনামূল্যে Nokia Wireless Speaker 2 এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার পাওয়া যাবে। আর ইউরোপের বাসিন্দারা নোকিয়া এক্সআর ২১ কিনলে Nokia Clarity Earbuds বিনামূল্যে পাবেন।

Nokia XR21 রাগড ফোনের বিশেষত্ব

Nokia XR21 ফোনে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশনসহ ৬.৪৯ ইঞ্চি এলসিডি পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৫৫০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ডিসপ্লেটি গরিলা গ্লাস ভিক্টাস দ্বারা সুরক্ষিত এবং ভেজা হাত বা গ্লাভস দিয়েও টাচ করলে কাজ করবে। এই ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং দুটি কাস্টমাইজেবল বাটন উপস্থিত।

Nokia XR21 স্মার্টফোনটি ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়াম চেসিস সহ এসেছে। এটি MIL-STD 810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি স্ট্যান্ডার্ড অফার করে এবং এতে জলরোধী জন্য IP68 রেটিং রয়েছে। এছাড়াও, এটি IP69K সার্টিফিকেশন সহ এসেছে, যা ধুলো থেকে সুরক্ষা দেয়।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এই হ্যান্ডসেটে রয়েছে দুর্দান্ত ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া ফোনের পিছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ও ৬ জিবি র‌্যাম। আর নোকিয়া এক্সআর২১ ফোনে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৪৮০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ইউএসবি-সি পোর্ট, এনএভিআইসি সাপোর্ট, ৫জি, ওয়াইফাই এবং ব্লুটুথ ৫.১ সাপোর্ট।