Honda NT1100: ফিউচারিস্টিক ডিজাইনের ট্যুরিং বাইক সামনে আনল হন্ডা

ট্যুরিং বিভাগে মূলত অ্যাডভেঞ্চার বাইকেরই দাপাদাপি বেশি। আর এখন সেই ক্যাটেগরিতে NT1100 নামের একটি নতুন বাইক সামনে নিয়ে এল হোন্ডা (Honda)। তবে অন্যান্য অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক থেকে Honda NT1100-এর ডিজাইন সম্পূর্ণ আলাদা। স্টাইলে রয়েছে একটা ফিউচারিস্টিক এবং রিফ্রেশিং ব্যাপার। Honda NT1100- পুরোপুরি অ্যাডভেঞ্চার শ্রেণীর বাইক নয়৷ বরং একে বলা যেতে পারে রোড-ফোকাসড ট্যুরিং বাইক।

Honda NT1100: দাম ও লভ্যতা

নতুন হোন্ডা এনটি১১০০ ডিসিটি ও ম্যানুয়াল ট্রান্সমিশন অপশনে পাওয়া যাবে। যুক্তরাজ্যের বাজারে ম্যানুয়াল ভার্সনের দাম রাখা হয়েছে ১১ হাজার ৯৯৯ ইউরো। ডিসিটি মডেলের দাম ধার্য্য করা হয়েছে ১২ হাজার ৯৯৯ ইউরো।

হোন্ডা এনটি১১০০ পাওয়া যাবে ম্যাট ইরিডিয়াম গ্রে মেটালিক, পার্ল গ্লেয়ার হোয়াইট, এবং গ্রাফাইট ব্ল্যাক রঙের বিকল্পে।

Honda NT1100: স্পেসিফিকেশন ও ফিচার

হোন্ডা এনটি১১০০ ট্যুরিং বাইকে আফ্রিকা টুইনের ১০৮৪ সিসি-র প্যারালেল টুইন লিকুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। এর থেকে ১০১.৯৭ পিএস পাওয়ার এবং ১০৪ এনএম টর্ক পাওয়া যাবে।

হোন্ডা এনটি১১০০-র বিশেষ ফিচারগুলির মধ্যে রয়েছে এলসিডি সেকেন্ডারি ডিসপ্লে-সহ ৬.৫ ইঞ্চি টিএফটি কনসোল, স্মার্টফোন কানেক্টিভিটি, ক্রুজ কন্ট্রোল, তিনটি রাইডিং মোডস, হুইলি কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, প্রভৃতি।

Honda NT1100: কবে ভারতে আসবে?

২০২২-এর মাঝামাঝি সময়ে হোন্ডা এনটি১১০০ ভারতে পা রাখতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন