ক্যামেরার মধ্যেই ডিসপ্লে! অভিনব ডিজাইনে তাক লাগাতে আসছে Tecno Phantom V Flip

দাম তুলনামূকভাবে বেশি হলেও, বিগত কয়েক বছরে ফোল্ডেবল ফোনের ট্রেন্ডে গা ভাসিয়েছেন বহু ক্রেতাই। চলতি বছর ফেব্রুয়ারি মাসে, Fantom V Fold-এর হাত ধরে টেকনো ফোল্ডেবল হ্যান্ডসেটের বাজারে প্রবেশ করেছে। আশ্চর্যজনকভাবে যার দাম Samsung Galaxy Z Fold 5-এর মতো প্রতিযোগীদের তুলনায় প্রায় অর্ধেক। বর্তমানে, টেকনো আরেকটি ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে শোনা যাচ্ছে। এটি ক্ল্যামশেল ডিজাইনের একটি মিড-রেঞ্জ ফোন হবে, যা Tecno Phantom V Flip 5G নামে আত্মপ্রকাশ করবে। লঞ্চের আগেই ফোনটির স্পেসিফিকেশন এবং ছবি ফাঁস হয়ে গিয়েছে।

ফাঁস হল Tecno Phantom V Flip 5G-এর রেন্ডার

নিউজওনলির প্রতিবেদন অনুসারে, টিপস্টার পারস গুগলানি ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-এর রেন্ডার ইমেজ অনলাইনে শেয়ার করেছেন। কভার ডিসপ্লের অভিনবত্বের কারণে এই ডিজাইনটি নজর কাড়ছে। প্রচলিত ফ্লিপ ফোনের ব্যাক প্যানেলে সাধারণত রিয়ার ক্যামেরা সেটআপ এবং কভার ডিসপ্লেকে পৃথকভাবে স্থাপন করা হয়। সেখানে টেকনো তাদের এই হ্যান্ডসেটে ক্যামেরার রিং দ্বারা বেষ্টিত একটি বৃত্তাকার কভার ডিসপ্লেকে ইন্টিগ্রেট করেছে। ছবিতে ফোনটির ব্ল্যাক কালার অপশন দেখানো হয়েছে।

Tecno Phantom V Flip 5G-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি-তে ৪৬৬×৪৬৬ পিক্সেলের রেজোলিউশন সহ ১.৩২ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) কভার ডিসপ্লে দেখা যাবে। আর ফোনটির ভিতরের অংশে ১,০৮০×২,৬৪০ রেজোলিউশন সহ ৬.৯ ইঞ্চির অ্যামোলেড স্ক্রিন থাকবে। এতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৮০৫০ চিপসেটটি ব্যবহার করা হতে পারে, যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সাথে যুক্ত থাকবে।

ক্যামেরা ক্ষেত্রে, Tecno Phantom V Flip 5G-তে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১৩ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। বাজারে উপলব্ধ অন্যান্য ফোল্ডেবলের মতো, Phantom V Flip 5G-ও ১,১৬৫ এমএএইচ এবং ২,৭৩৫ এমএএইচ ব্যাটারি সমন্বিত ডুয়েল ব্যাটারি কনফিগারেশন সহ আসবে, যা সম্ভবত ৪,০০০ এমএএইচ হিসাবে বাজারজাত করা হবে। এই টেকনো ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে। আর, Phantom V Flip 5G-কে মিনিমাল ব্ল্যাক, ফিল্ম হোয়াইট এবং পেরিউইঙ্কল পার্পল-এর মতো কালার অপশনে বেছে নেওয়া যেতে পারে।

এছাড়াও, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে টেকনোর আসন্ন ফ্লিপ ফোনটি মোট ১৪টি ভিন্ন ৫জি ব্যান্ড সাপোর্ট করবে। Phantom V Flip 5G-এর প্রাইমারি টিজার আগামী মাসে প্রকাশিত হবে বলে জানা গেছে। তাই অনুমান করা হচ্ছে যে, ব্র্যান্ডটি সম্ভবত অক্টোবর মাস নাগাদ আনুষ্ঠানিকভাবে লঞ্চের ঘোষণা করবে।