লেকের জলে পড়ার এক বছর পর অক্ষত অবস্থায় উদ্ধার আইফোন! নেপথ্যে তাইওয়ানের ভয়াবহ খরা

গত মার্চ থেকে শোনা যাচ্ছে, খরার কবলে ব্যাপক বিপর্যস্ত তাইওয়ান! বিগত পঞ্চাশ বছরে তাইওয়ানের বাসিন্দারা নাকি এই রকম খরার সম্মুখীন হননি। পরিস্থিতি এতটাই ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে যে, সাধারণ মানুষের মুখের দিকে তাকিয়ে তাইওয়ান সরকার রেশনে জল বিলি করতে বাধ্য হচ্ছে। স্বাভাবিকভাবেই এরকম মর্মান্তিক পরিস্থিতি কারো পক্ষেই সুখকর হতে পারেনা। কিন্তু চেন নামে পরিচিত তাইওয়ানের এক নাগরিক এই অবস্থাতেও খুশি হওয়ার মতো কারণ পেয়েছেন! খরার দরুন তিনি খুঁজে পেয়েছেন তার হাতছাড়া হওয়া আইফোন। আসলে, গত বছরের মার্চ মাসে তাইওয়ানের বিখ্যাত সান মুন লেকে প্যাডেল-বোর্ডিং করার সময়, চেনের সদ্য কেনা iPhone 11 Pro হ্যান্ডসেটটি অসাবধানতাবশত জলে পড়ে যায়। সে সময় কোনভাবেই ফোনটিকে উদ্ধার করা যায়নি। ঘটনার একবছর পেরিয়ে যাওয়ার পর যখন ফোনের সমস্ত আশা তিনি ত্যাগ করেছেন, ঠিক তখনই খরার কারণে লেকের জলস্তর নেমে যাওয়ায় ফোনটিকে খুঁজে পাওয়া গেছে এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় এটাই যে, একবছর জলের তলায় থাকা সত্ত্বেও ফোনটির কোনরকম ক্ষতি হয়নি!

পুরো ব্যাপারটা শুনে অবিশ্বাস্য মনে হলেও চেন যে তার সাধের আইফোনটি ফিরে পেয়েছেন একথা ধ্রুব সত্য! তাছাড়া প্রতিকূল পরিবেশ-পরিস্থিতি সত্ত্বেও অ্যাপলের ডিভাইসগুলিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে, এমন খবর আকছারই শোনা যায়। স্থায়িত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইফোন জাতীয় ডিভাইসগুলিকে এমন অনেক অসম্ভব গল্পগাথার জন্ম দিয়েছে, সাধারণভাবে সেগুলি মনে বিস্ময় বা কৌতুক সৃষ্টি করতে পারে। চেনের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা সেরকমই দাঁড়িয়েছে। কারণ, পুরো একবছর আগে হ্রদের জলে ডুবে যাওয়া আইফোনকে আবার অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার ঘটনা, কারো কাছে চট করে বিশ্বাসযোগ্য করে তুলে ধরা সত্যিই মুশকিল!

কিন্তু ঠিক কিভাবে চেন তার ফোন ফেরত পেলেন? ফেসবুকে এই উত্তর নিজেই দিয়েছেন চেন। তাঁর কথা অনুযায়ী, সম্প্রতি একজন সমাজকর্মী তাঁকে সংবাদ দেন যে খরায় শুকিয়ে যাওয়া সান মুন লেক থেকে একটি আইফোন উদ্ধার করা হয়েছে। যে পাউচের ভিতরে ফোনটি পাওয়া গিয়েছে তার গায়ে শুকনো কাদার আস্তরণ বেঁধে রয়েছে। এরপর, ফোনটি হাতে পেয়ে চেন কাদার প্রলেপযুক্ত পাউচ সরিয়ে ফোনটিকে বের করে দেখেন যে এটি সম্পূর্ণ শুকনো এবং অক্ষত অবস্থায় রয়েছে। পরে ফোনটিকে চার্জে বসিয়ে নির্দিষ্ট সময় সেটি চালু করলে তা দিব্যি কাজ করতে থাকে। গোটা ঘটনার পর চেন স্বভাবতই আশ্চর্য হয়ে যান।

শখের আইফোন ফিরে পাওয়ার খুশিতে, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঘটনাটির পুরো বিবরণ প্রকাশ করেছেন চেন। এমনকি নেটিজেনদের বিস্মিত করে, চেন নিজের ফেসবুক পেজে বেশ উচ্ছ্বাসের সঙ্গেই স্বীকার করেন যে আইফোনের জলরোধী সুরক্ষামূলক ব্যবস্থাপনার কারণেই তিনি তার ফোন ফিরে পেয়েছেন। এজন্য ক্রেতা হিসেবে অ্যাপলের প্রতি তিনি চিরকৃতজ্ঞ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন