আজই কিনে নিন নতুন OnePlus Nord Buds 2 ইয়ারবাড, কম দামে দেবে প্রিমিয়ামের অনুভূতি

ভারতীয় বাজারে OnePlus Nord Buds 2 ইয়ারবাডের দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল OnePlus Nord Buds 2 ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড। আর আজ এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। ক্রেতারা লঞ্চ অফারের সাথে ইয়ারবাডটি একাধিক অনলাইন ও অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন। আলোচ্য এই ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার, ডুয়েল মাইক্রোফোন, ডলবি অ্যাটমস সাপোর্ট এবং ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। চলুন OnePlus Nord Buds 2 ইয়ারবাডের দাম ও এটা কোথা থেকে কি অফারের সাথে কেনা যাবে জেনে নেওয়া যাক।

OnePlus Nord Buds 2-এর দাম ও সেল অফার

ভারতীয় বাজারে OnePlus Nord Buds 2 ইয়ারবাডের দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। সেল অফার হিসেবে, আইসিআইসিআই ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ২০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। সংস্থার নিজস্ব ওয়েবসাইট, ই কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং বিভিন্ন অফলাইন স্টোর থেকে আজ কেনা যাবে এই ইয়ারফোন।

OnePlus Nord Buds 2-এর স্পেসিফিকেশন ও ফিচার

OnePlus Nord Buds 2 ইয়ারফোন সিলিকন ইয়ারটিপ এবং ফ্ল্যাট স্টেম সহ সেমি ইন-ইয়ার ডিজাইনে এসেছে। আর এতে দেওয়া হয়েছে ১২.৪ এমএম ডুয়াল ডাইনামিক টাইটেনিয়াম ড্রাইভার এবং ইয়ারফোনটি ২৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন অফার করবে।

আবার ব্যালেন্স লিসনিং এক্সপেরিয়েন্স প্রদান করার জন্য ওয়্যারেবলটিতে থাকছে বেসওয়েভ নামের বেস এনহান্সমেন্ট অ্যালগরিদম। শুধু তাই নয়, ক্লিস্টাল ক্লিয়ার কল কোয়ালিটি সরবরাহের জন্য এতে ডুয়েল মাইক্রোফোন উপলব্ধ। এছাড়া ইয়ারফোনটি ডিরাক সাউন্ড টিউনিং, ডলবি অ্যাটমস এবং সাউন্ড মাস্টার ইকুইলাইজার সাপোর্ট সহ এসেছে। আর চারপাশের আওয়াজ সম্পর্কে ব্যবহারকারীকে সচেতন করার জন্য অডিও ডিভাইসটিতে থাকবে বিশেষ ট্রান্সপারেন্সি মোড।

এবার আসা যাক OnePlus Nord Buds 2 ইয়ারবাডের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য ইয়ারফোনটিতে দেওয়া হয়েছে ৪৮০ এমএএইচ ব্যাটারি, যা একবার চার্জে চার্জিং কেস সমেত ৩৬ ঘন্টা ইয়ারফোনটিকে সক্রিয় রাখবে। আবার এএনসি ফিচার চালু থাকলে ৫ ঘন্টা এবং এএনসি ফিচার বন্ধ থাকলে ৭ ঘন্টা পর্যন্ত এর প্রত্যেকটি বাড মিউজিক প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম।

এছাড়া ইয়ারফোনটি ইউএসবি সি পোর্টের মাধ্যমে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে। এমনকি এতে রয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ইয়ারফোনটি IP55 রেটিং প্রাপ্ত।