11 মাসেই 2 লাখ বিক্রি, বিশ্বের 14টি দেশের বাজার কাঁপাচ্ছে Royal Enfield-র এই বাইক

রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-এর মোটরসাইকেল বরাবর বাইকপ্রেমী মানুষের মনে ভালোবাসার জায়গা পেয়ে এসেছে। Classic 350 বলুন বা Meteor 350, ৩৫০ সিসি সেগমেন্টে আধিপত্য বজায় রেখেছে চেন্নাইয়ের সংস্থাটি। কিন্তু Hunter 350 লঞ্চের পর থেকে ক্রেতাদের মধ্যে এটি কেনার হিরিক পড়ে গিয়েছে। কেবল দেশের বাজারে নয়, বিদেশের মাটিতেও নিজের কেরামতি দেখাচ্ছে বাইকটি। দেশ-বিদেশ য়িলিয়ে রোডস্টার সেগমেন্টে তুফান সৃষ্টিকারী মডেলটির বিক্রি ২ লাখ পার করার কথা ঘোষণা করল রয়্যাল এনফিল্ড। মাত্র ১১ মাসে এই অসাধ্য সাধন করে দেখিয়েছে এটি। যা প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে।

Royal Enfield Hunter 350-এর বিক্রি ২ লাখ পার করল

২০২২-এর আগস্টে লঞ্চের পর ২০২৩-এর ফেব্রুয়ারির মধ্যেই ১ লাখ গ্রাহকের পরিবার তৈরি করে দেখিয়েছিল হান্টার ৩৫০। এরপর মাত্র ৫ মাসের মাথায় আরও এক লাখ বিক্রির রেকর্ড গড়লো। ভারতে ইদানিং রোডস্টার বাইক কিনতে ক্রেতাদের ঢল নজরে পড়ার মতো। তার ওপর যদি থাকে রয়্যাল এনফিল্ডের মতো ব্র্যান্ডের ভরসা, তবে আর কে পায়! সবমিলিয়ে হান্টার ৩৫০-এর বেচাকেনায় জোয়ার দেখা যাচ্ছে।

এই প্রসঙ্গে সংস্থার সিইও বি গোবিন্দরাজন-এর বক্তব্য, “গত বছর মাঝারি আকারের মোটরসাইকেল সেগমেন্টের লঞ্চ হওয়া Hunter 350 নিঃসন্দেহে অতি জনপ্রিয় মডেল। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ২ লক্ষ গ্রাহকের পরিবার তৈরি করেছে। কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে বাইকটি। এই মাইলস্টোন অর্জন করতে সহায়তা করার জন্য আমাদের হান্টার পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।”

স্টাইলিং, বিশ্বমানের প্রযুক্তি, দারুণ পারফরম্যান্সের জন্য Hunter 350 মডার্ন রেট্রো বাইকের বাজারে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। আরামদায়ক রাইডিংয়ের জন্য শহরের রাস্তায় বা হাইওয়েতে চলতে বহু রাইডার ভরসা রাখছেন এই মোটরসাইকেলে। ইতিমধ্যেই ভারতীয় ও আন্তর্জাতিক বাজারে ২০টির বেশি পুরস্কার পেয়েছে এটি। যার মধ্যে অন্যতম “ইন্ডিয়ান মোটরসাইকেল অফ দ্য ইয়ার ২০২৩” অ্যাওয়ার্ড।

Royal Enfield Hunter 350 থাইল্যান্ডের হালকা ওজনের সেরা মডার্ন ক্লাসিক মোটরসাইকেলের তকমা জিতে নিয়েছে। মেট্রো শহরতলির পাশাপাশি ভারতের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বাজারে এটির চাহিদা বেড়েই চলেছে। ভারত ছাড়াও বাইকটি ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বাজারে উপলব্ধ।