OnePlus 10T আসছে 160W ফাস্ট চার্জিং টেকনোলজি সহ, দেখা গেল 3C সার্টিফিকেশন সাইটে

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস শীঘ্রই বাজারে তাদের OnePlus 10 সিরিজের অধীনে নতুন OnePlus 10T হ্যান্ডসেটটি লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সাথে আসবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাসের এই আপকামিং হ্যান্ডসেটটি ভারতের বাজারে চলতি মাসের শেষে বা আগস্ট মাসের শুরুর দিকে লঞ্চ হবে। ইতিমধ্যেই এই ডিভাইসটিকে আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং সাইটে উল্লেখ্যযোগ্য বেঞ্চমার্ক স্কোর সহ স্পট করা হয়েছে। আর এবার OnePlus 10T চীনের 3C (CCC) ওয়েবসাইটেও উপস্থিত হয়েছে। সাইটের তালিকাটি এর চার্জিং সাপোর্ট সম্পর্কিত তথ্যগুলি প্রকাশ করেছে। চলুন 3C-এর সাইট থেকে OnePlus 10T সম্পর্কে কি কি নতুন তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

OnePlus 10T পেল 3C-এর অনুমোদন

ন্যাশভিল চ্যাটার (Nashvilla Chatter)-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, PGP110 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১০টি চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটটির সাথে ১৬০ ওয়াট (২ভি/৮এ) সাপোর্ট যুক্ত ওপ্পোর একটি চার্জিং অ্যাডাপ্টার রয়েছে। তালিকাভুক্ত চার্জিং অ্যাডাপ্টারটির মডেল নম্বর VCK8HACH। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ওয়ানপ্লাস ১০টি চলতি মাসেই চীনে আত্মপ্রকাশ করতে পারে। স্মার্টফোনটি আগামী কয়েক দিনের মধ্যে চীনের আরেক গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইট টেনা (TENAA)-এর ডেটাবেসেও উপস্থিত হবে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি OnePlus 10T-এর ভারত লঞ্চের টাইমলাইনটিও প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, স্মার্টফোনটি আগামী ২৫ জুলাই থেকে ১ আগস্টের মধ্যে এদেশে উন্মোচিত হবে এবং পরে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এর মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে বিক্রির জন্য উপলব্ধ হবে। একটি সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটটি জেড গ্রিন এবং মুনস্টক ব্ল্যাক কালার অপশনে বাজারে আসবে। এর আগে ফাঁস হওয়ার রেন্ডারগুলিতে দেখা গেছে, OnePlus 10T-এর ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাট-আউট রয়েছে, তবে এতে ওয়ানপ্লাসের আইকনিক অ্যালার্ট স্লাইডারটি দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বিভিন্ন রিপোর্ট এবং সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, OnePlus 10T-এ ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। এতে ১৬ জিবি পর্যন্ত এলপিডিডিআর র‍্যাম এবং সর্বাধিক ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য, এতে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি লেন্স দ্বারা গঠিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করবে। এছাড়াও, OnePlus 10T ৪,৮০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে বলে মনে করা হচ্ছে।