Jio -র কাছে পাত্তা পাবে না কেউ, 8 টাকার কমে রোজ 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কল ও ওটিটি সাবস্ক্রিপশন

লম্বা মেয়াদে দৈনিক ২.৫ জিবি করে ডেটা পেতে হলে Jio-র এই প্ল্যানটিও রিচার্জ করা যেতে পারে

আপনি যদি দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি Reliance Jio-র গ্রাহক হন এবং হালফিলে সংস্থার কোনো দীর্ঘমেয়াদী প্রিপেইড প্ল্যানের সন্ধানে থাকেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য। কারণ আজ আমরা সংস্থাটির ঝুলিতে মজুত থাকা এমন একটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের কথা আপনাদেরকে জানাতে চলেছি, যেটিতে বর্তমানে ৩৮৮ দিনের বৈধতা পাওয়া যাবে। শুধু তাই নয়, এর পাশাপাশি প্ল্যানটির মারফত দৈনিক ২.৫ জিবি করে ডেটাও পেতে সক্ষম হবেন ইউজাররা। তদুপরি চমকে দেওয়ার মতো বিষয় হল, হালফিলে প্ল্যানটির সাথে ইউজারদেরকে অতিরিক্ত ৭৫ জিবি ডেটাও দিচ্ছে কোম্পানি। নিঃসন্দেহে বলা যায় যে, বর্তমানে ভারতের অন্য কোনোও বেসরকারি টেলিকম অপারেটরের ঝুলিতে এমন জবরদস্ত রিচার্জ প্ল্যান মজুত নেই। ফলে যারা লম্বা ভ্যালিডিটিসম্পন্ন এবং সেইসাথে রোজ বেশ অনেকটা পরিমাণে ডেটা মিলবে, এরকম কোনো রিচার্জ প্ল্যানের সন্ধান করছেন, তাদের জন্য Jio-র আলোচ্য প্ল্যানটি এককথায় আদর্শ। তাই আসুন, সংস্থার উক্ত প্ল্যানটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Reliance Jio-র ২,৯৯৯ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

এমনিতে জিও-র এই প্ল্যানটির মেয়াদ ৩৬৫ দিন। এতে ব্যবহারকারীদেরকে প্রতিদিন ২.৫ জিবি করে ডেটা দেওয়া হয়। অর্থাৎ, ইউজাররা প্ল্যানটির মারফত মোট ৯১২.৫ জিবি ডেটা খরচের সুযোগ পাবেন। সেইসাথে যে-কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করার পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস প্রেরণের সুবিধাও উপলব্ধ রয়েছে। তবে সংস্থা কর্তৃক প্রদত্ত স্পেশাল অফারের দরুন বর্তমানে এই প্ল্যানটি রিচার্জ করলে অতিরিক্ত ২৩ দিনের ভ্যালিডিটি এবং ৭৫ জিবি হাই-স্পিড ডেটা পাবেন ব্যবহারকারীরা। অর্থাৎ, চলতি সময়ে এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা মোট ৩৮৮ দিনের বৈধতা পাবেন। এছাড়া, এক্সট্রা বেনিফিট হিসেবে এতে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের ছাড়পত্র পাওয়া যাবে। সহজে বললে, প্রতিদিন মাত্র ৭.৭২ টাকা (প্রায়) খরচ করলেই এই বিপুল সুবিধা পেতে সক্ষম হবেন ইউজাররা।

লম্বা মেয়াদে দৈনিক ২.৫ জিবি করে ডেটা পেতে হলে Jio-র এই প্ল্যানটিও রিচার্জ করা যেতে পারে

এছাড়াও, জিও-র ঝুলিতে আরও একটি রিচার্জ প্ল্যান মজুত রয়েছে, যেটির মাধ্যমে বেশ খানিকটা লম্বা মেয়াদের পাশাপাশি দৈনিক ২.৫ জিবি করে ডেটা পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। জানিয়ে রাখি, আলোচ্য প্ল্যানটির দাম ২,০২৩ টাকা। নতুন বছরের আগমন উপলক্ষে এই প্ল্যানটি বাজারে এনেছিল সংস্থাটি। এই প্ল্যানের মাধ্যমে ২৫২ দিনের বৈধতায় ব্যবহারকারীরা প্রতিদিন ২.৫ জিবি ডেটা এবং সেইসাথে রোজ ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পেতে সক্ষম হবেন। অর্থাৎ, প্ল্যানটির মাধ্যমে মোট ৬৩০ জিবি ডেটা খরচের সুযোগ পাওয়া যাবে। আবার, এর পাশাপাশি গ্রাহকরা JioTV, JioCinema JioSecurity, JioCloud অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন। উল্লেখ্য, এই প্ল্যানটি ব্যবহার করতে হলে ইউজারদেরকে দৈনিক ৮ টাকার কাছাকাছি খরচ করতে হবে।

কম ডেটার প্রয়োজন হলে Jio-র এই প্ল্যানটিও রিচার্জ করা যেতে পারে

যে সকল জিও গ্রাহকরা কিছুটা কম ডেটা বেনিফিটযুক্ত দীর্ঘমেয়াদী প্ল্যানের সন্ধান করছেন, তারা সংস্থার পোর্টফোলিওর অন্তর্গত ২,৫৪৫ টাকার প্ল্যানটি রিচার্জ করার কথা ভেবে দেখতে পারেন। এই প্ল্যানে ৩৩৬ দিনের মেয়াদে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, দৈনিক ১০০ টি এসএমএস, এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা উপলব্ধ রয়েছে। অর্থাৎ, প্ল্যানটির মারফত মোট ৫০৪ জিবি ডেটা খরচের সুযোগ মিলবে। এছাড়া, JioCinema, JioTV, JioCloud এবং JioSecurity অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এক্ষেত্রে বলে রাখি, প্ল্যানটি ব্যবহার করতে চাইলে দৈনিক খরচ পড়বে ৭.৫৭ টাকা (প্রায়)।

উপরিউক্ত প্ল্যানগুলি রিচার্জ করলে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা

একথা আমাদের সকলেরই জানা যে, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের অক্টোবরের গোড়ার দিকে ভারতে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে 5G সার্ভিস। তারপর থেকে একেবারে জেট গতিতে এদেশের একের পর এক শহরে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক পরিষেবা রোলআউট করে চলেছে Reliance Jio। এর ফলে বর্তমানে ভারতের নির্বাচিত কিছু শহরের Jio গ্রাহকরা সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের 5G স্মার্টফোনে বিদ্যমান 4G সিম মারফতই কোম্পানির ট্রু ৫জি (Jio True 5G) সার্ভিস ব্যবহার করতে সক্ষম হচ্ছেন।

সেক্ষেত্রে আপনিও যদি এই দুরন্ত গতির নেট পরিষেবা ব্যবহার করতে আগ্রহী হন, তাহলে বলে রাখি, আজকের এই প্রতিবেদনে উল্লিখিত প্রত্যেকটি প্ল্যানের সঙ্গে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে কোম্পানি। অর্থাৎ, সংস্থার ওয়েলকাম অফারের (Jio 5G Welcome Offer) জন্য নির্বাচিত হলে উক্ত প্ল্যানগুলির মারফত অফুরন্ত 5G ডেটা ব্যবহার করতে পারবেন নির্বাচিত ইউজাররা। তবে আপনার এলাকায় যদি এখনও Jio-র 5G পরিষেবা উপলব্ধ না হয়ে থাকে, কিংবা আপনি যদি কোনো 4G ফোনে Jio-র সিম ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে দৈনিক এফইউপি (FUP অর্থাৎ ফেয়ার-ইউসেজ-পলিসি) ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪ কেবিপিএস হয়ে যাবে।