সম্পূর্ণ নিখরচায় মিলবে 3 বছর অতিরিক্ত ওয়ারেন্টি, বড় ঘোষণা করল Kawasaki

গ্রাহকদের খুশ করে ভারতে নতুন উদ্যোগের কথা ঘোষণা করল কাওয়াসাকি (Kawasaki)। বিখ্যাত জাপানি মোটরসাইকেল ব্র্যান্ডটি এদেশে বিক্রিত তাদের সমস্ত রোড-লিগাল টু-হুইলার মডেলে তিন বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেওয়ার কথা জানিয়েছে। যেখানে আগে দু’বছরের জন্য ওয়ারেন্টি অফার করত কাওয়াসাকি। KX ও KLX মডেলের ডার্ট বাইক বাদে সংস্থার প্রতিটি বাইক অতিরিক্ত অফারের আওতায় আনা হয়েছে।

Kawasaki-এর বাইকে মিলবে 3 বছর ওয়ারেন্টি

এই ওয়ারেন্টি বৃদ্ধির ঘোষণা ভারতের টু হুইলারের বাজারে কাওয়াসাকি’র স্থান আরও মজবুত করবে বলেই ধারণা সংস্থার। তবে সম্প্রতি ভারতে বিক্রিত বাইক পিছু 10,000 টাকা বাড়িয়েছে কাওয়াসাকি। 2024-25 অর্থবর্ষ শুরু হওয়ার সাথেই এই সিদ্ধান্ত সংস্থার।

প্রসঙ্গত, 2024 সালে মোট 6টি মোটরবাইক লঞ্চ করবে বলে জানিয়েছে কোম্পানি। সর্বপ্রথম মডেল হিসেবে এসেছে Eliminator। গত বছর নভেম্বরে ইন্ডিয়া বাইক উইক-এ আত্মপ্রকাশ করেছিল এটি। প্রায় দু দশকের বেশি সময় পর ভারতে প্রত্যাবর্তন করেছে এই বাইক। দাম রাখা হয়েছে 5.62 লাখ টাকা (এক্স-শোরুম)।

পরবর্তী তাৎপর্যপূর্ণ লঞ্চ হিসেবে বাজারে এসেছে Kawasaki Ninja 500। এটি Ninja 400 ও Ninja 600-এর মাঝে স্থান পেয়েছে। যার ইঞ্জিন 451 সিসি প্যারালাল টুইন। এটি থেকে 9,000 আরপিএম গতিতে সর্বোচ্চ 45 বিএইচপি এবং 6,000 আরপিএম গতিতে 42.6 এনএম টর্ক উৎপন্ন হয়। মাঝারি ওজনের এই সুপার স্পোর্টস বাইকের দাম 5.24 লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এছাড়া Z900, Z650RS ও Versys 650-র নয়া কালার স্কিম এনেছে কাওয়াসাকি।