Oppo F25 Pro ফোনের ফ্যান হবেন আপনি, এই মাসেই ভারতে লঞ্চ হচ্ছে

Oppo F25 Pro এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা দেওয়া হবে। জানা গেছে এই হ্যান্ডসেটটি মেরুন এবং হালকা নীল রঙে পাওয়া যাবে।

Oppo-র নতুন ফোনের অপেক্ষায় থাকা ফ্যানদের জন্য রয়েছে দারুণ সুখবর। আগামী ২৯ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে Oppo F25 Pro স্মার্টফোন। লঞ্চের আগে আজ এই ফোনের মাইক্রোসাইট অ্যামাজন ইন্ডিয়ায় লাইভ হয়েছে। এখান থেকে Oppo F25 Pro এর ডিজাইন ও কালার অপশন সামনে এসেছে। মাইক্রোসাইটে শেয়ার করা ছবি দেখে বলা যায় ডিভাইসটি পাঞ্চ-হোল ডিসপ্লের সাথে আসবে। এই ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো থাকবে।

Oppo F25 Pro ভারতে লঞ্চ হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে

আবার Oppo F25 Pro এর পিছনে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা দেওয়া হবে। জানা গেছে এই হ্যান্ডসেটটি মেরুন এবং হালকা নীল রঙে পাওয়া যাবে। কোম্পানি এখনও এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ করেনি। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে এটি Oppo Reno 11F 5G এর রিব্র্যান্ডেড বা টুইকড ভার্সন হতে পারে।  

Oppo Reno 11F 5G এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১১এফ ৫জি ফোনে আছে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এই ডিভাইসে পান্ডা গ্লাস দেওয়া হয়েছে। এটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজ সহ পাওয়া যায়। পারফরম্যান্সের জন্য এই ফোনে মালি জি৬৮ এমসি৪ জিপিইউ সহ ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য কোম্পানি Oppo Reno 11F 5G হ্যান্ডসেটে এলইডি ফ্ল্যাশসহ তিনটি ক্যামেরা উপস্থিত। এর মধ্যে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রধান লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল। সেলফির জন্য এই ফোনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।