Realme 11 সিরিজে এবার কার্ভড ডিসপ্লে! লঞ্চের আগেই হৈচৈ ফেলে রিয়েলমির ঘোষণা

রিয়েলমি (Realme) তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজ মে মাসে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসন্ন Realme 11 লাইনআপে এই বছর তিনটি ফোন আসতে পারে – Realme 11, 11 Pro এবং 11 Pro+। বিভিন্ন রিপোর্ট থেকে ইতিমধ্যে এই ফোনগুলির সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। এমনকি কোম্পানি আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজটিকে টিজ করাও শুরু করেছে। আর এখন রিয়েলমি একটি নতুন টিজার প্রকাশের মাধ্যমে ঘোষণা করেছে যে, Realme 11 সিরিজের ফোন কার্ভড ডিসপ্লে অফার করবে।

Realme 11 সিরিজ খুব শীঘ্রই আসছে বাজারে

রিয়েলমির ভাইস প্রেসিডেন্ট, জু কি চেজ, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেটিতে চলতি বছর লঞ্চ হওয়া রিয়েলমি জিটি নিও৫, জিটি নিও৫ এসই-এর পাশপাশি আসন্ন রিয়েলমি ১১ সিরিজের একটি ফোনকে দেখা গেছে। যদিও, নির্দিষ্টভাবে কোন মডেলটিকে দেখানো হয়েছে সে সম্পর্কে চিত্রটি কোনও ইঙ্গিত দেয়নি, তবে এটি সম্ভব যে সিরিজের তিনটি মডেলেই কার্ভড ডিসপ্লে থাকবে। নতুন ফোনটি মে মাসের প্রথমেই লঞ্চ হতে পারে। তবে রিয়েলমির তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

আগেই উল্লেখ করা হয়েছে যে, রিয়েলমি ১১ সিরিজের অধীনে তিনটি ফোন বাজারে পা রাখবে। এর মধ্যে স্ট্যান্ডার্ড রিয়েলমি ১১ সম্পর্কে খুব বেশি তথ্য এখনও প্রকাশ্যে না এলেও, সূত্র মারফৎ প্রো মডেলগুলির সম্পর্কে প্রায় সবকিছুই জানা গেছে। রিয়েলমি ১১ প্রো এবং ১১ প্রো প্লাস – উভয় ডিভাইসই মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০০ সিরিজের একটি অঘোষিত চিপসেট দ্বারা চালিত হবে বলে শোনা যাচ্ছে। দুটি ফোনেই ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme 11 Pro মডেলটি ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসতে পারে। অন্যদিকে, Realme 11 Pro+ এর রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপে সম্ভবত ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের তৃতীয় একটি সেন্সর উপস্থিত থাকবে। এছাড়া, Pro+ মডেলটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং এবং Pro মডেলটি ৬৭ ওয়াট চার্জিং সাপোর্ট করতে পারে। Realme 11 সিরিজের তিনটি মডেলই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ (Realme UI 4.0) ইউজার ইন্টারফেসে চলবে বলে আশা করা হচ্ছে।