গোপনে WhatsApp মেসেজ কীভাবে পড়বেন, ঘুণাক্ষরেও টের পাবে না সেন্ডার

পরিস্থিতির উপর নির্ভর করে মাঝে মাঝে গোপনে WhatsApp-এর মেসেজগুলি পড়তে হয়

বর্তমানে WhatsApp একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। যেটি ব্যবহার করে সহজেই বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করা যায়। তবে মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয় যখন প্রাপক, প্রেরককে জানতে দিতে চান না যে তিনি মেসেজটি পড়েছেন। কিন্তু কীভাবে তা সম্ভব, আসুন একজন WhatsApp ব্যবহারকারী কীভাবে প্রেরককে না জানিয়ে মেসেজ পড়তে পারেন তা জেনে নেওয়া যাক।

১) ‘রিড রিসিপ্টস’ অপশনটি ডিজেবল করুন

হোয়াটসঅ্যাপে “Read Receipts” বলে একটি অপশন থাকে। যেটি দ্বারা মেসেজ প্রেরক জানতে পারেন মেসেজটি কখন পড়া হয়েছে। আর যদি এটিকে ডিজেবল করে দেওয়া হয় তাহলে ব্যক্তিগতভাবে মেসেজটি পড়ে ফেলা যায়।

এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপ সেটিংয়ে যেতে হবে। তারপর “Account”-এ ট্যাপ করে “Privacy” অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর সেখানে আপনি “Read Receipts” অপশনটি পাবেন, যেটিকে ডিজেবল করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। তবে এটা মনে রাখতে হবে যে, এই অপশনটি সিলেক্ট করার পর আপনার মেসেজ কেউ পড়েছে কিনা সেটিও আপনি জানতে পারবেন না।

২) হোয়াটসঅ্যাপ উইজেট ব্যবহার করুন

আপনার স্মার্টফোনের হোমস্ক্রিনের উইজেটগুলির মাধ্যমে আপনি অ্যাপ না খুলে হোয়াটসঅ্যাপের মেসেজগুলি দেখতে পারবেন। তার জন্য আপনাকে যে পদ্ধতিগুলি অনুসরণ করতে হবে সেগুলি হলো –

হোমস্ক্রিনের খালি জায়গায় কিছুক্ষণ প্রেস করে থাকুন। তারপর “Widgets” অথবা “+” আইকনে ট্যাপ করুন। প্রসঙ্গত, এই দুটি অপশনের মধ্যে কোনটি আপনার ফোনে পাবেন তা আপনার ডিভাইসের উপর নির্ভরশীল। তারপর হোয়াটসঅ্যাপ উইজেটটিকে পছন্দ সই জায়গায় টেনে আনুন এবং প্রয়োজন অনুসারে সেটি রিসাইজ করে নিন। আর এরপর আপনি অ্যাপ না খুলেই পড়ে নিন প্রয়োজনীয় মেসেজটি।

৩) এয়ার প্লেন মোড অন করুন

এয়ারপ্লেন মোড অন করেও প্রেরককে না জানিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পড়া যায়। তবে এর জন্য আপনাকে যেগুলি করতে হবে সেগুলি হল-

প্রথমে আপনি আপনার স্মার্টফোনের এয়ারপ্লেন মোড অন করুন। তারপর হোয়াটসঅ্যাপ খুলে প্রয়োজনীয় ম্যাসেজটি পড়ুন, এরপর অ্যাপটি সম্পূর্ণভাবে বন্ধ করে সেখান থেকে বেরিয়ে আসুন। তারপর এয়ারপ্লেন মোড অফ করে দিন।

তবে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতে এয়ার প্লেন মোড অন না করাই ভালো। আর এটি করলে আপনি ততক্ষণ কোন মেসেজ পাবেন না, যতক্ষণ না আপনি আবার এয়ারপ্লেন মোড অফ করছেন।

যদিও প্রত্যেকের গোপনীয়তাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরিস্থিতির উপর নির্ভর করে মাঝে মাঝে গোপনে WhatsApp-এর মেসেজগুলি পড়তে হয়। আর তাই প্রেরককে না জানিয়ে তার মেসেজ পড়ার জন্য আপনি উপরিউক্ত পদ্ধতিগুলির যেকোনো একটি অনুসরণ করতেই পারেন।