প্রিয় বন্ধুকে SMS পাঠাচ্ছেন? সাবধান, আপনার লোকেশন চলে যাবে হ্যাকারদের হাতে

এখন প্রায়ই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো না কোনো সুরক্ষা সংক্রান্ত আশঙ্কার কথা সামনে আসে। সেক্ষেত্রে সম্প্রতি এসএমএস সিস্টেমে একটি ক্ষতিকারক ত্রুটি ধরা পড়েছে।

বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের রোজনামচার ভরসা অ্যান্ড্রয়েড (Android) স্মার্টফোন। পরিসংখ্যান বলছে, স্মার্টফোন ইউজারদের একাংশই Google-এর সফ্টওয়্যার চালিত এই ধরণের হ্যান্ডসেট ব্যবহার করেন। কিন্তু সাধারণ মানুষের এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়েই প্রযুক্তিদুনিয়ায় সৃষ্টি হয়েছে অসাধুচক্র, যার ফলে প্রায়ই অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি ইস্যু, ম্যালওয়্যার/স্পাইওয়্যার হামলা ইত্যাদি আশঙ্কা সামনে আসছে। এমতাবস্থায় আপনিও যদি অ্যান্ড্রয়েড ইউজার হন, তাহলে কিন্তু আপনার এখন সাবধান হওয়ার সময় এসেছে। কারণ ফের অ্যান্ড্রয়েড ডিভাইসে বড়সড় ত্রুটির সন্ধান মিলেছে। গবেষকরা জানিয়েছেন, স্মার্টফোনের এসএমএস (SMS) সিস্টেমের একটি ত্রুটির কারণে হ্যাকাররা ইউজারদের অবস্থান বা লোকেশন জানতে পারছে।

অ্যান্ড্রয়েডে ত্রুটি, ইউজারদের লোকেশন পৌঁছে যাচ্ছে অন্যের হাতে

আমেরিকান নর্থইস্টার্ন ইউনিভার্সিটির একজন পিএইচডি ছাত্র ইভানজেলোস বিটসিকাস (Evangelos Bitsikas), অ্যান্ড্রয়েড ইউজারদের ঝুঁকির কথা সম্প্রতি সামনে এনেছেন। রিপোর্ট অনুযায়ী, একটি মেশিন লার্নিং প্রোগ্রামের সাহায্যের এসএমএস সিস্টেম থেকে ডেটা চুরি করে অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের লোকেশনের খুঁটিনাটি ট্র্যাক করা যেতে পারে। এক্ষেত্রে হ্যাকার, ভিক্টিম ইউজারের ফোন নম্বর এবং নেটওয়ার্ক অ্যাক্সেস করে এমনটা ঘটায়। অথচ, অ্যান্ড্রয়েডের এসএমএস সিস্টেমে উন্নত মানের সিকিউরিটি বিদ্যমান।

টেক্সট মেসেজ ডেলিভারির সাথে সাথে শেয়ার হয় লোকেশন

ওই গবেষকের মতে, আলোচ্য সমস্যার কারণে ভিক্টিমের ফোন নম্বর জানা থাকলেই হ্যাকারের কাজ হয়ে যায়। আসলে, একবার টার্গেট ডিভাইস থেকে একটি এসএমএস সেন্ড হলে সাধারণত প্রেরক বা সেন্ডারের ফোনে ডেলিভারি রিসিভ বা মেসেজ পৌঁছে যাওয়ার আপডেট নোটিফিকেশন আসে। আর এটিই হ্যাকারের হাতিয়ার হয়ে ওঠে। কারণ এই ফিচারের টাইম স্ট্যাম্পের মাধ্যমে তারা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর অবস্থান জানতে পারে। এমনকি এই উদ্দেশ্যে তারা নিজেরাই ইউজারের ফোনে একাধিক মেসেজ পাঠায় বলে দাবি করা হয়েছে।

কীভাবে এই সমস্যা এড়াবেন?

গুগলের তরফে এই এসএমএস সংক্রান্ত ত্রুটি সম্পর্কে কোনো কথা বলা হয়নি। সেক্ষেত্রে নিজে কোথায় আছেন তার খবর অন্যের হাতে তুলে দিতে না চাইলে সফ্টওয়্যার, অ্যাপ আপডেট করতে পারেন। এছাড়া মেসেজ রিসিপ্ট বা ডেলিভারি রিপোর্ট অপশন বন্ধ করলেও ঝামেলা এড়ানো যেতে পারে।