দাম কমাতে Samsung Galaxy A ও Galaxy M সিরিজের ফোনে থাকবে LG ব্যাটারি

LG ইতিমধ্যেই স্মার্টফোন মার্কেট থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে। অর্থাৎ দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি বাজারে আর কোনো নতুন ফোন আনবে না বা বিক্রি করবে না। তবে ফোনের বিভিন্ন উপকরণ তৈরির কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখনও বহু সংস্থা তাদের থেকে ডিসপ্লে সংগ্রহ করছে। পাশাপাশি এখন শোনা যাচ্ছে, Samsung এর Galaxy A ও Galaxy M সিরিজের ফোনে LG-র ব্যাটারি থাকবে।

আজ্ঞে হ্যাঁ! The Elec এর রিপোর্ট অনুযায়ী, স্যামসাং তাদের গ্যালাক্সি এ সিরিজের বাজেট এবং গ্যালাক্সি এম সিরিজের মিড রেঞ্জ ডিভাইসের জন্য এলজি ব্যাটারি ব্যবহার করবে। যদিও এই প্রথমবার নয়, স্যামসাং এর আগেও তাদের গ্যালাক্সি এস ও গ্যালাক্সি নোট সিরিজের প্রিমিয়াম ফোনে এলজি নির্মিত ব্যাটারি ব‌্যবহার করেছে।

রিপোর্টে বলা হয়েছে, LG-র তৈরি ব্যাটারি ব‌্যবহার করার ফলে Samsung-র ফোনগুলির দাম আরও কমবে। আবার LG বিশ্বস্ত কোম্পানি হওয়ায়, পারফরম্যান্স খারাপ পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

The Elec এর প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে, এই ব্যাটারিগুলি এলজি এনার্জি সলিউশন নানজিং প্ল্যান্টে তৈরি হবে। এরপর ভিয়েতনামের আইটিএম লোকাল প্ল্যান্টে পাঠানো হবে। সেখানে প্যাকেজিংয়ের পর Samsung কে ডেলিভারি করা হবে। যদিও দুই কোরিয়ান সংস্থা এই বিষয়ে মুখ খোলেনি।