Android ফোনের পর এবার আসতে চলেছে Android গাড়ি, উৎসাহ দেখিয়েছে Honda থেকে Volvo

Android বলতে আমরা প্রধানত স্মার্টফোন অপারেটিং সিস্টেম হিসেবে জানি। Google এবং Open Handset Alliance (ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স) সংস্থা দুটির যৌথ উদ্যোগে অ্যান্ড্রয়েডের কমার্শিয়াল ভার্সনটি ২০০৮ সালে প্রথম রিলিজ হয়েছিল। এরপর থেকে একের পর এক এই অপারেটিং সিস্টেমের নয়া ভার্সন এসেছে। বর্তমানে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সনটি হল ‘১১,’ যা গত বছরের সেপ্টেম্বরে রিলিজ হয়েছিল। তবে স্মার্টফোন ছাড়াও ট্যাব, স্মার্ট টিভি প্রভৃতিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। কিন্তু এবার Android Automotive (অ্যান্ড্রয়েড অটোমোটিভ) নামে নতুন ওএস কেবলমাত্র গাড়িতে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। নয়া এই অপারেটিং সিস্টেমের সাথে আগামী বছরের দ্বিতীয়ার্ধে নিজেদের প্রথম গাড়ি লঞ্চ করার কথা ঘোষণা করেছে জাপানের বহুজাতিক মোটরকার প্রস্তুতকারী সংস্থা হোন্ডা (Honda)।

Android Automotive অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য

অ্যান্ড্রয়েড অটোমোটিভ অপারেটিং সিস্টেমে গুগল অ্যাসিস্ট্যান্ট (Google Assistant), গুগল ম্যাপ (Google Maps) ছাড়াও থাকছে গাড়ির অন্যান্য অ্যাপ্লিকেশন। এ বিষয়ে হোন্ডার মুখপাত্র ইমেল করে মার্কিন টেকনোলজি ব্লগিং সংস্থা The Verge -কে জানিয়েছেন, “প্রধানত গাড়িতে ব্যবহৃত হওয়া অ্যাপ্লিকেশন যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল ম্যাপ – এ ধরনের অ্যাপগুলি যাতে আরও সহজ উপায়ে আমাদের গাড়িতে ব্যবহার করা যায় সেজন্য আমরা গুগলের সাথে সহযোগিতা করব।”

এখন প্রশ্ন উঠতে পারে অ্যান্ড্রয়েড অটোমেটিভ অপারেটিং সিস্টেম আনার প্রয়োজনীয়তা কী? এখানে জানিয়ে রাখি এতদিন ‘অ্যান্ড্রয়েড অটো’ নামক যে প্রযুক্তিটি গাড়িগুলিতে ব্যবহার করা হচ্ছিল, সেগুলি ছিল সিঙ্কিং এবং বিমিং টেকনোলজির সাহায্যে স্মার্টফোনকে যুক্ত করার পদ্ধতি। এক কথায় বলতে গেলে নিজেদের ফোনটি গাড়ির অ্যান্ড্রয়েড অটোতে ওয়্যার বা ওয়্যারলেস ভাবে যুক্ত করার পর ফোনের স্ক্রিনটি গাড়ির অ্যান্ড্রয়েড অটো ডিসপ্লেতে দেখা যেত। সাথে ফোনের যাবতীয় কাজ গাড়ির ডিসপ্লে থেকেও অপারেট করা যেত। কিন্তু এবার গুগল ম্যাপ এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মত অ্যাপ্লিকেশনগুলি ব্যবহার করতে নিজেদের স্মার্টফোনকে গাড়ির সাথে কানেক্ট করার আর কোনো প্রয়োজন পড়বে না। কারণ অ্যান্ড্রয়েড অটোমেটিভ হল গাড়ির জন্য একটি ফুল ফ্লেজড অপারেটিং সিস্টেম।

উদাহরণস্বরূপ বলা যেতে পারে কারের হিটিং সিস্টেম এবং টেলিমেটিক্স স্যুট অ্যান্ড্রয়েড অটোমেটিভের সাহায্যে গাড়ির সাথে যুক্ত থাকবে। ফলে গাড়ির হিটিং সম্পর্কিত তথ্য অ্যান্ড্রয়েড ডিসপ্লেতে খুব সহজেই দেখা যাবে। এতদিন ‘অ্যান্ড্রয়েড অটো’-তে যা সম্ভব হত না।

প্রসঙ্গত, এই নতুন প্রযুক্তিটিকে যতটা সম্ভব সহজ করার পাশাপাশি OTA আপডেটের মাধ্যমে এতে নতুন নতুন ফিচার আনার চেষ্টা করছে Google। রিপোর্ট অনুযায়ী, Honda ছাড়াও সুইডেনের গাড়ি প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা ভলভো (Volvo) ইতিমধ্যেই নিজেদের Polestar 2 এবং XC40 Recharge ইলেকট্রিক কার দুটিতে গুগলের এই অপারেটিং সিস্টেম ব্যবহার করার প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়াও Ford, Renault, Nissan, Mitsubishi র মত বহুজাতিক মোটরকার নির্মাণকারী সংস্থাগুলি তাদের গাড়িতে এই ওএসটি ব্যবহারের জন্য উৎসাহ দেখিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন