পকেটে থাকা অবস্থায় আগুন ধরে গেল iPhone X-এ ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের আদালতে

সাধের স্মার্টফোনটিও যে জীবন বিপন্নের কারণ হতে পারে তা বিচক্ষণ টের পেয়েছিলেন অস্ট্রেলিয়ান বৈজ্ঞানিক রবার্ট ডি রোজ (Roert De Rose)। অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা রবার্ট বেশ শখ করেই iPhone X মডেলটি কিনেছিলেন।  ২০১৯ সালের ঘটনা, রবার্ট তখন অফিসের মধ্যে চেয়ারে বসে আছেন, এমন সময় তাঁর কানে আসে একটি ক্ষীণ শব্দ। তারপরেই ডান পায়ে অসহ্য যন্ত্রনা। তিনি বুঝতে পারেন, দূর্ঘটনার মূলে প্যান্টের পকেটে রাখা আইফোন এক্স। ফোনটিতে আগুন ধরে গিয়ে বিস্ফোরণের ফলে রবার্টের প্যান্টের পকেট যেমন পুড়ে যায় সেইসঙ্গে তাঁর উঁরুর অংশের ত্বক ক্ষতিগ্রস্ত (সেকেন্ড ডিগ্রি বার্ন) হয়।

২০১৯ সালে দূর্ঘটনাটি ঘটলেও রবার্ট এখন iPhone প্রস্তুতকারী সংস্থা Apple-র বিরুদ্ধে মামলা করেছেন। রবার্টের দাবি, তিনি iPhone X পুড়ে যাওয়ার বিষয়টি অ্যাপলকে জানালেও কোনও প্রতিক্রিয়া পাননি। এই মর্মে ক্ষতিপূরণের আদায়ের জন্য তিনি আইনি পথে হেঁটেছেন। অস্ট্রেলিয়ার কাউন্টি কোর্টে তিনি মামলা দায়ের করেছেন। এছাড়াও, রবার্ট অন্যান্য আইফোন ব্যবহারকারীদেরও সম্ভাব্য বিপদটির ব্যাপারে সতর্ক করেছেন।

ল ফার্ম Carbone Lawyers-র আইনজীবী Tom Carbone সংবাদসংস্থা 7news-কে জানিয়েছেন, রবার্টের পাশাপাশি তিনি কাউন্টি কোর্টে আরও একজন Apple ইউজারের হয়ে মামলা লড়বেন, যিনি Apple Watch অতিরিক্ত গরম হয়ে তাঁর কব্জি পুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন। তিনিও ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন।

অন্যদিকে গোটা ঘটনায় অ্যাপলের একজন মুখপাত্র সংবাদসংস্থাকে বলেছেন, কোম্পানি গ্রাহকদের সুরক্ষাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নেয়, এবং দুটি অভিযোগেরই তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সাধারণভাবে, স্মার্টফোন এবং অন্যান্য স্মার্ট ডিভাইসে ব্যাটারির কারণে আগুন ধরে যেতে পারে। এই কারণে ব্যবহারকারীদের গেম খেলতে খেলতে ডিভাইস চার্জ না করা বা নকল চার্জার দিয়ে চার্জ না করার পরামর্শ দেওয়া হয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এগুলি বিস্ফোরণের বা আগুন ধরে যাওয়ার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন