৫ হাজার টাকার কমে Karbonn X21 ভারতে লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার

দেশের চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলির আগ্রাসন তখনও সেভাবে শুরু হয়নি। তখন ভারতীয় স্মার্টফোন কোম্পানিগুলির মধ্যে Micromax, Lava-র পাশাপাশি Karbonn এর নাম সমানে উচ্চারিত হত। Titanium সিরিজের হ্যান্ডসেটের জন্য একদা পরিচিত Karbonn আজ কালের গর্ভে হারিয়ে। তবে চীনা কোম্পানিগুলির জৌলুসের মাঝেও প্রত্যাবর্তনের চেষ্টা Karbonn এখনও জারি রেখেছে। তারই অংশ হিসেবে চুপিসারে স্বদেশী সংস্থাটি নতুন এন্ট্রি লেভেল বাজেট স্মার্টফোন লঞ্চ করল, ডিভাইসটির নাম Karbonn X21 (কার্বন এক্স২১)।

বাজেট হ্যান্ডসেট হলেও Karbonn X21-এর স্পেসিফিকেশন বা ফিচার কিন্তু ফেলনা নয়। এই স্মার্টফোনে আপনি পাবেন এইচডি+ রেজোলিউশনের ৫.৪৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। UNISOC SC9863 প্রসেসর দ্বারা ফোনটি পরিচালিত হবে। সাথে থাকছে ২ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশন। মেমরি কার্ড ব্যবহারের মাধ্যমে ইচ্ছা করলে স্টোরেজ ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

Karbonn X21-এর গ্লসি রিয়ার প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আর সেলফির জন্য আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ফোনে ৩,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে৷ Karbon X21 অ্যান্ড্রয়েড ১০ গো এডিশনে (লাইট ভার্সন) রান করবে।

Karbonn X21 ফোনটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। খরচ করতে হবে মাত্র ৪,৯৯৯ টাকা। অ্যাকুয়া গ্রীন ও মিডনাইট ব্লু কালার অপশনে ফোনটি উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন