এক্ষুনি আপডেট করুন WhatsApp, সবার জন্য চলে এসেছে এই চমৎকার ফিচার

এতদিন পর্যন্ত ব্যবহারকারীদের কাছে কেবল টেক্সট, ইমেজ এবং ভিডিও স্ট্যাটাস হিসেবে শেয়ার করার অপশন ছিল। তবে এবার ইউজাররা সর্বাধিক ৩০ সেকেন্ডের ভয়েস নোটও স্ট্যাটাসে পোস্ট করার সুযোগ পাবেন

গত বছরের মাঝামাঝি সময়ে শোনা গিয়েছিল যে, ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে আরও মজাদার করে তুলতে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp একটি অত্যন্ত উল্লেখযোগ্য ফিচার নিয়ে কাজ করছে, যার সহায়তায় ব্যবহারকারীরা ভয়েস নোট স্ট্যাটাস হিসেবে শেয়ার করতে পারবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই Meta মালিকানাধীন অ্যাপটির Android বিটা ভার্সন ২.২২.২১.৫-এ উক্ত ফিচারটিকে দেখা গিয়েছে। আর সম্প্রতি পাওয়া খবর বলছে যে, এবার অ্যাপের স্টেবল ভার্সনে ফিচারটিকে রোলআউট করেছে সংস্থা। অর্থাৎ, এখন থেকে সকল WhatsApp ব্যবহারকারীরা নিজেদের স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করার সুযোগ পাবেন।

এবার WhatsApp স্ট্যাটাসে ভয়েস নোট শেয়ার করতে পারবেন ইউজাররা

নতুন ফিচারটির সম্পর্কে সংস্থাটি জানিয়েছে যে, এতদিন পর্যন্ত ব্যবহারকারীদের কাছে কেবল টেক্সট, ইমেজ এবং ভিডিও স্ট্যাটাস হিসেবে শেয়ার করার অপশন ছিল। তবে এবার ইউজাররা সর্বাধিক ৩০ সেকেন্ডের ভয়েস নোটও স্ট্যাটাসে পোস্ট করার সুযোগ পাবেন। উল্লেখ্য যে, টেক্সট, ইমেজ এবং ভিডিওর মতো ভয়েস স্ট্যাটাসও ২৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যমান থাকবে। এছাড়া, ব্যক্তিগত চ্যাট ও কলের মতো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন কোম্পানিটি। তবে আলোচ্য ফিচারটি ব্যবহার করতে হলে ইউজারদেরকে লেটেস্ট ভার্সনে অ্যাপটিকে আপডেট করতে হবে।

এক নিমেষেই দেওয়া যাবে স্ট্যাটাসের রিঅ্যাকশন

এছাড়া, মেটা মালিকানাধীন কোম্পানিটি একথাও জানিয়েছে যে, ইউজাররা কাদেরকে নিজের স্ট্যাটাস দেখাতে চান, তা নির্বাচন করার সম্পূর্ণ স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ সহজে বললে, ব্যবহারকারীরা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন যে কাদেরকে তারা নিজের স্ট্যাটাস দেখাতে চান, এবং কাদেরকে চান না। উল্লেখ্য যে, কারোর পোস্ট করা স্ট্যাটাসের রিঅ্যাকশন দেওয়ার জন্য গত বছর একটি বিশেষ স্ট্যাটাস রিঅ্যাকশন ফিচার রোলআউট করেছিল হোয়াটসঅ্যাপ। এর সুবাদে কারোর পোস্ট করা স্ট্যাটাসের নীচে লেখা রিপ্লাই অংশটিতে সোয়াইপ করলেই ইউজারদের স্ক্রিনে আটটি ইমোজি ভেসে উঠবে, যার মধ্যে থেকে তারা নিজেদের পছন্দ অনুযায়ী কোনো একটিকে বেছে নিয়ে চটজলদি সংশ্লিষ্ট স্ট্যাটাসটির প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবেন। এছাড়া, রিঅ্যাকশনের জন্য টেক্সট, ভয়েস মেসেজ এবং স্টিকারের অপশনও উপলব্ধ রয়েছে।

স্ট্যাটাস ট্যাবে না গিয়েও কে কে স্ট্যাটাস পোস্ট করেছে, তা খুব সহজেই বুঝে ফেলা যাবে

এসবের পাশাপাশি WhatsApp ইতিমধ্যেই ইউজারদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে, যার দৌলতে কেউ নতুন কোনো স্ট্যাটাস পোস্ট করলেই চ্যাট উইন্ডোতে তার প্রোফাইল পিকচারের চারধারে একটি সবুজ চাকতি দেখা যাবে। অর্থাৎ, কারোর প্রোফাইল পিকচারের চারধারে একটি সবুজ চাকতি দেখা যাচ্ছে মানেই নিশ্চিতভাবে ধরে নিতে হবে যে, ওই ব্যক্তি অবশ্যই নতুন কোনো স্ট্যাটাস পোস্ট করেছেন। এর ফলে স্ট্যাটাস ট্যাবে না গিয়ে চ্যাট উইন্ডোতে থেকেই কে কে নতুন স্ট্যাটাস শেয়ার করেছেন, তা অতি অনায়াসে জেনে ফেলতে সক্ষম হবেন ইউজাররা।