Paytm Shares: কীভাবে Paytm Money-র মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে শেয়ার কেনাবেচা করবেন

শেয়ার বাজারে অভিষেকের প্রথম দিনেই বড় ধাক্কা খেলো পেটিএম (Paytm)। একলাফে বেশ বড়সড় অঙ্কের মূল্য হ্রাস ঘটিয়ে বিনিয়োগকারীদের খানিকটা আশাহতই করল দেশের অন্যতম জনপ্রিয় এই অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মটি। যদিও এই মুহুর্তে কর্পোরেট জগতের বৃহত্তম IPO নিয়ে প্রত্যাশী ছিলেন অনেকেই, তবু বৃহস্পতিবার উদ্বোধনে শেষ রক্ষা হল না।

দেশের বৃহত্তম ডিজিটাল পেমেন্ট মাধ্যম, পেটিএম (Paytm) এর পেরেন্ট কোম্পানি, ওয়ান ৯৭ কমিউনিকেশনস (One 97 communications) গত বৃহস্পতিবার স্টক মার্কেটে তালিকাভুক্ত হয়। সংস্থার শেয়ারটি চালু হওয়ার সময়ের মূল্য ছিল ২,১৫০ টাকা। তবে ন্যাশানাল স্টক এক্সচেঞ্জে বা NSE-তে প্রতিটি ইক্যুইটি শেয়ারের দাম নথিভুক্ত হয় ১,৯৫০ টাকায়, যা এটির প্রাথমিক ই্যসু হওয়া মূল্যের চেয়ে ৯.৩% অর্থাৎ ২০০ টাকা কম। পাশাপাশি, বোম্বাই স্টক এক্সচেঞ্জেও (BSE) ইক্যুইটি শেয়ারটির মূল্য ৯.৭ % হ্রাস পেয়ে ১,৯৫৫ টাকায় দাঁড়ায়। এছাড়া, মার্কেট বন্ধ হওয়ার সময়ে এটির দাম ২৭.৪০% হ্রাস পেয়ে ১৫৬০.৮০ টাকায় এসে পৌঁছায়।

অতিমারি কালে ডিজিটাল লেনদেনের প্রবণতা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেলেও, পেটিএম সংস্থাটি এখনও লাভের মুখ দেখতে পারেনি। ২০২০-র তুলনায় ২০২১ -এ ক্ষতির পরিমাণ সামান্য কমলেও তা সংস্থার অর্থনৈতিক স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে শেয়ার বাজারের এই ধাক্কা নি:সন্দেহে কোম্পানির জন্য আরো খানিকটা হতাশাজনক।

শেয়ার মার্কেটের এই প্রাথমিক ধাক্কা কাটিয়ে Paytm মূলস্রোতে ফিরতে পারবে কিনা তা সময় বলবে।
তবে,তাতক্ষণিক এই পতনে পেটিএম মানির (Paytm Money) ওপর আস্থা পুরোপুরি হারায়নি বিনিয়োগকারীরা। তাই বিনিয়োগ দুনিয়ার যেসমস্ত নবাগতরা, বর্তমানে পেটিএম মানির দ্বারা বিনিয়োগ করতে উৎসাহী, তাদের জন্য রইলো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পেটিএম মানি প্ল্যার্টফর্মে বিনিয়োগের ক্ষেত্রে প্রথমেই যেটি দরকার, সেটি হল একটি ডিম্যাট অ্যাকাউন্ট।

ডিম্যাট অ্যাকাউন্ট কী (What Demat account)

জানিয়ে রাখি, ডিম্যাট অ্যাকাউন্ট (Demat account) হল এমন একটি অ্যাকাউন্ট, যেখানে গ্রাহকের কেনা সমস্ত শেয়ারগুলি ইলেকট্রনিক মাধ্যমে গচ্ছিত থাকে। গভর্মেন্ট সিকিউরিটি, মিউচাল ফান্ড, বন্ড, ETF-সহ সমস্ত বিনিয়োগকৃত অ্যাসেটগুলির ব্যবহারের সুবিধার্থেই এধরনের ব্যবস্থা উপলব্ধ রয়েছে এই অ্যাকাউন্টে। ভারতে, NSDL (National securities depositiary limited), CDSL (Central depository securities limited) এর মতো মাধ্যম গুলো এই ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করে।

পেটিএম মানি দ্বারা ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ও বিনিয়োগ করবেন (How to open a Demat account on Paytm Money)

ধাপ ১: প্রথমে Pan-কার্ড এর বিশদ তথ্য যাচাই করতে হবে।

ধাপ ২: ঠিকানার প্রমাণ স্বরূপ আধার কার্ডের তথ্য দিতে হবে।

ধাপ ৩: ব্যাংক এর বিশদ তথ্য জমা করতে হবে।

ধাপ ৪: AOF( Account opening form) এ ই-সাইন (E-signature) করতে হবে।

ধাপ ৫: সমস্ত প্রয়োজনীয় তথ্যগুলি জমা করা শেষ হলে পেটিএম মানির KYC- দল একটি ডিম্যাট অ্যাকাউন্ট চালু করবে।

ধাপ ৬: KYC- পদ্ধতিটি সম্পূর্ণ হলে ডিম্যাট অ্যাকাউন্টটি বিনিয়োগকৃত অ্যাসেট জমা রাখার জন্য বৈধভাবে প্রস্তুত হবে।

পেটিএম মানি ছাড়াও Upstocks, Groww, Zerodha -র মতো মাধ্যমগুলিও ডিম্যাট অ্যাকাউন্ট এর সুবিধা প্রদান করে। এছাড়া ICICI- ডাইরেক্ট এর মাধ্যমেও এই অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে ট্রেড প্রতি ২০ টাকা করে জমা করতে হবে।