Google Pixel Flip: স্যামসাং, মোটোরোলা-কে টেক্কা দিতে ফ্লিপ ফোন লঞ্চ করতে পারে গুগল

গুগল (Google)-নির্মিত Pixel Fold 2 বা Pixel Flip সময়ের আগেই বাজারে আসবে বলে শোনা যাচ্ছে। সংস্থার প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে গত মে মাসে Google Pixel Fold লঞ্চ করেছিল। আর এখন একটি অনলাইন রিপোর্ট গুগলের পরবর্তী ফোল্ডেবল ফোনের আগমনের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। ৯টু৫গুগল সাইটটি এপিকে (APK) ইনসাইট পোস্টের জন্য পরিচিত, যেখানে তারা জনপ্রিয় অ্যাপ ডিকম্পাইল করে এবং রেজাল্ট পোস্ট করে। লেটেস্ট এপিকে ইনসাইট পোস্টে, ‘কমেট’ (Comet) কোডনাম সহ একটি নতুন পিক্সেল ফোনকে স্পট করেছে তারা, যা পরবর্তী গুগল ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে বলে জোর জল্পনা চলছে।

Google Pixel Fold 2/ Pixel Flip শীঘ্রই লঞ্চ হতে পারে

৯টু৫গুগল-এর মতে, গুগল প্লে স্টোরে আপলোড করা পিক্সেল বাডস কম্প্যানিয়ন অ্যাপের সোর্স কোড একটি নতুন পিক্সেল স্মার্টফোনকে প্রকাশ করেছে। এই নয়া ফোনটির কোডনেম ‘কমেট’। তাই, এটা অনুমান করা যায় যে নতুন ডিভাইসটি আসন্ন পিক্সেল ৮ সিরিজের অংশ নয়, যা আজ (৪ অক্টোবর) লঞ্চ হতে চলেছে। কেননা, গুগল পিক্সেল ৮-এর সাংকেতিক নাম ‘শিবা’ (Shiba), যেখানে ৮ প্রো-এর সাংকেতিক নাম ‘হাস্কি’ (Husky), যা উভয়ই কুকুরের ভিন্ন প্রজাতির নাম। স্পষ্টতই, কমেট এখানে খাপ খায় না।

অন্যদিকে, আরেকটি রিপোর্টে দাবি করা হয়েছে যে আগামী বছরের পিক্সেল ৯ সিরিজে সরীসৃপ-থিমযুক্ত কোডনেম থাকবে। তাই, নতুন পিক্সেল ডিভাইসটি আগামী প্রজন্মের পিক্সেল সিরিজেও মডেল নয়। এর সাথেই, উল্লেখ করা হয়েছে যে নতুন ফোনটি গুগলের বার্ষিক লঞ্চ সাইকেলের অংশ নাও হতে পারে। সে কারণে অনুমান করা হচ্ছে যে, এটি পিক্সেল ফোল্ডের মতো গুগল আই/ও (Google I/O) ইভেন্টে লঞ্চ হতে পারে।

এছাড়াও, পিক্সেল বাডস কম্প্যানিয়ন অ্যাপের সোর্স কোডে কমেট এবং ফেলিক্স (Felix)-এই দুই কোডনেমকে একসাথে গ্রুপ করা হয়েছে। জানিয়ে রাখি, ফেলিক্স হল পিক্সেল ফোল্ড-এর সাংকেতিক নাম। যে বিষয়টি আরও দৃঢ়ভাবে নিশ্চিত করে যে কমেট একটি ফোল্ডেবল তা হল,সোর্স কোডটিতে কমেট কেস ৭ হিসাবে তালিকাভুক্ত হয়েছে এবং কেস ৭-কে কোডের আরও গভীরে “ফোল্ড” হিসাবে উল্লেখ করা হয়েছে।

৯টু৫গুগল দাবি করেছে যে, যেহেতু Google Pixel Fold-এর লঞ্চের পর মাত্র কয়েক মাসই অতিক্রান্ত হয়েছে। তাই এটা সম্ভব যে গুগল পরবর্তী প্রজন্মের Google Pixel Fold 2 সময়ের আগেই বাজারে আনার পরিকল্পনা করছে। তবে আরেকটি সম্ভাবনা রয়েছে। যেহেতু, কোম্পানির কাছে ইতিমধ্যেই একটি স্ল্যাব-স্টাইল ফোল্ডেবল রয়েছে, তাই Samsung Galaxy Z Flip সিরিজ, Moto Razr সিরিজ এবং হালে লঞ্চ হওয়া Tecno Phantom V Flip-এর মতো ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কমেট ফ্লিপ-স্টাইলের ফোল্ডেবল হিসেবে আত্মপ্রকাশ করবে।