স্যামসাংকে ৭৫০০ কোটি টাকা মিটিয়ে দিয়ে চীনা কোম্পানির হাত ধরছে অ্যাপল

অ্যাপেল সাধারণত Samsung এর OLED ডিসপ্লে তাদের আইফোনে ব্যাবহার করে থাকে। প্রত্যেক বছরে দুই কোম্পানির মধ্যে একটি চুক্তি হয় কতটা ডিসপ্লে প্রয়োজন হবে তার ভিত্তিতে। সেভাবে স্যামসাং তাদের ডিসপ্লে প্রোডাকশন করে। কিন্তু সেই চুক্তি না মানায় চলতি বছরে অ্যাপলকে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে হচ্ছে স্যামসাং ডিসপ্লে কোম্পানিকে। কারণ অ্যাপেল চুক্তি অনুসারে যত OLED ডিসপ্লে স্যামসাং এর থেকে কেনার কথা ছিল তত পরিমান ডিসপ্লে কেনেনি। আসলে কোভিড-১৯ এর জন্য Apple iPhone-র চাহিদা এবং বিক্রি কমে যাওয়ায় অ্যাপেলের সাধারণের তুলনাই কম OLED ডিসপ্লে প্যানেলের দরকার পড়েছে।

কিছুদিন আগের একটি রিপোর্ট অনুযায়ী অ্যাপেল স্যামসাংকে প্রায় ৭৪৫ মিলিয়ন ডলার দিয়েছিল চুক্তিভিত্তিক OLED ডিসপ্লে প্যানেল ক্রয় টার্গেট পূরণ না হওয়ায়। কিন্তু সম্প্রতি Display Supply Chain এর নতুন রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে অ্যাপেল প্রায় ৯৫০ মিলিয়ন ডলার জরিমানা দিয়েছে। যদিও স্যামসাং এর পক্ষ থেকে অফিসিয়ালি জরিমানার পরিমাণ সমন্ধে কোনো বিবৃতি দেওয়া হইনি। জরিমানা পাওয়ার জন্য স্যামসাং ডিসপ্লে কোম্পানি বেশ ভালোই মুনাফা অর্জন করবে।

প্রসঙ্গত এরকম জরিমানা প্রথমবার নয়, আগের বছরও অ্যাপেলকে জরিমানা দিতে হয়েছিল সঠিক পরিমাণ ওএলইডি ডিসপ্লে প্যানেল না কেনার জন্য। শেষ বছরে অ্যাপেল স্যামসাংকে প্রায় ৬৮৪ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিল।

চলতি বছরে অ্যাপেল হয়তো স্যামসাং এর বদলে চীনের BOE Tech কোম্পানির সঙ্গে ওএলইডি ডিসপ্লে প্যানেল কেনার চুক্তি করবে। রিপোর্ট অনুসারে স্যামসাং এর সাথে ওএলইডি ডিসপ্লে কেনার দীর্ঘ চুক্তি শেষ হতে পারে বলেই মনে করা হচ্ছে। জানা গেছে অ্যাপেল তাদের নতুন আইফোন ১২ সিরিজের ফোনের ডিসপ্লে চীনের BOE Tech থেকে কিনছে। প্রসঙ্গত এই বছর অ্যাপেল আইফোন ১২ সিরিজের চারটি ফোন লঞ্চ করতে চলেছে। ফোনগুলো ওএলইডি ডিসপ্লে এবং 5G কানেকটিভিটির সাথে আসছে।