পেট্রল-ডিজেলে লাগু হচ্ছে না জিএসটি, জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

দেশ জুড়ে গত কয়েক মাসে পেট্রোল ও ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। সাথে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। স্বভাবতই নাজেহাল মধ্যবিত্তের ‘ভাঁড়ে মা ভবানী’ অবস্থার জোগাড়। দেশের এই সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই পেট্রোল ও ডিজেল জিএসটির (GST) আওতাভুক্ত করার দাবি জানিয়ে আসছেন দেশের একাংশ। দেশের মানুষের এই দাবির কথা বিবেচনা করেই গতকাল গুডস এবং সার্ভিস ট্যাক্স (GST) কাউন্সিলের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। উক্ত বৈঠকে দেশের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উপস্থিত ছিলেন। সেখানে পেট্রোল ও ডিজেল কে জিএসটির আওতাভুক্ত করার বিষয়ে পর্যালোচনা চলে। যদিও এখনি তা সম্ভব নয় বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।

আসলে পেট্রোল এবং ডিজেলের উপর বর্তমানে আবগারি শুল্ক এবং ভ্যাট নির্দিষ্ট জাতীয় হারে লাগু রয়েছে, এখনই যদি এগুলিকে জিএসটির আওতায় আনা হয় সেক্ষেত্রে দেশের রাজস্বে প্রভাব পড়তে পারে, সেই আশঙ্কাতেই এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

তিনি এ প্রসঙ্গে বলেছেন, “কেরল হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে পেট্রোল ও ডিজেল জিএসটির আওতাভুক্ত করার বিষয়বস্তু নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল জিএসটি কাউন্সিল। কিন্তু বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এখনি তা সম্ভব নয়।” এমনকি পেট্রোল, ডিজেল এবং পেট্রোলিয়াম জাত দ্রব্যগুলি জিএসটির আওতাভুক্ত করার বিষয়ে রাজ্যগুলির বিরোধিতার কথাও জানান অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় সরকারের কথানুযায়ী, ডিজেল মিশ্রণের জন্য বায়ো-ডিজেলের উপর থেকে জিএসটির হার ৫ শতাংশ কমিয়ে আনা হয়েছে, যা আগে ছিল ১২ শতাংশ। সাথে জিএসটি থেকে এইসব দ্রব্যের পরিবহন শুল্ক বাদ দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়াও আন্তঃরাজ্য জিএসটি বা I-GST থেকে লিজ এয়ারক্রাফ্টের আমদানি শুল্ক বাদের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, করোনা অতিমারির প্রায় ২০ মাস পর জিএসটি কাউন্সিল বৈঠকের আয়োজন করল। যার পৌরহিত্যের দায়িত্বে ছিলেন স্বয়ং অর্থমন্ত্রী সীতারামন। জিএসটি কাউন্সিলের এটি ছিল ৪৫তম বৈঠক। দেশের অর্থমন্ত্রী ছাড়াও সব রাজ্যের অর্থমন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন