JioBharat B1: মাত্র 1,299 টাকায় ফিচার্সে ঠাসা 4G ফোন আনল জিও, করা যাবে UPI পেমেন্টও!

ব্যবহারকারীর নিরিখে ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা জিও (Jio), একটি নতুন ফিচার ফোন লঞ্চ করল, যার নাম JioBharat B1। কী-প্যাড যুক্ত এই ফোনটি মূলত স্মার্টফোনে সড়গড় নয় এমন ক্রেতা ও আমআদমির প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। সাশ্রয়ী মূল্যের JioBharat B1 বড় ডিসপ্লে, বর্ধিত ব্যাটারি লাইফ এবং জিও পে (JioPay) অ্যাপ অফার করে ভিডিও কন্টেন্ট দেখা ও ইউপিআই পেমেন্ট করার মতো কাজ সহজ করে তুলবে। চলুন জিও-র নয়া ফিচার ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

JioBharat B1-এর মূল্য এবং লভ্যতা

জিওভারত বি১ ফিচার ফোনটিকে একমাত্র স্লিক ব্ল্যাক কালার অপশনে অ্যামাজন (Amazon) বা অফিসিয়াল জিও আউটলেট থেকে কেনা যাবে। দাম মাত্র ১,২৯৯ টাকা। ফোনের সকল ফাংশনালিটিগুলির সুবিধা পেতে জিও ইউজারদের ১২৪ টাকা বা তার বেশি মূল্যের রিচার্জ প্ল্যান বেছে নিতে হবে।

JioBharat B1-এর স্পেসিফিকেশন এবং ফিচার

জিওভারত বি১-এর ডিজাইন ম্যাট এবং গ্লসি উপাদানের সংমিশ্রনে তৈরি৷ ম্যাট ফিনিশের রিয়ার প্যানেলের মাঝে আইকনিক জিও লোগোটি দেখা যাবে। আবার ব্যাক প্যানেলের ওপরের অংশে চকচকে ভিসারের মতো ক্যামেরা মডিউলটিতে একটি কিউভিজিএ (QVGA) ক্যামেরা এবং একটি লাউডস্পিকার গ্রিল রয়েছে।

তবে, যে বৈশিষ্ট্যটি JioBharat B1-কে তার পূর্বসূরিদের থেকে আলাদা করে, তা হল এর তুলনামূলক বড় ২.৪ ইঞ্চির ডিসপ্লে। এটি ৪জি সংযোগের সাথে ভিডিও কন্টেন্ট উপভোগ করার জন্য উপযুক্ত। ফোনটি ২,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দ্বারা চালিত, যা একবার চার্জে দীর্ঘ সময়ের প্লে ব্যাক টাইম অফার করতে সক্ষম৷

উল্লেখ্য, জিওভারতের ঐতিহ্যের সাথে সঙ্গতি রেখে, JioBharat B1-এও জিওসিনেমা (JioCinema), জিওসাভন (JioSaavn) এবং জিওপে (JioPay UPI)-এর মতো অ্যাপগুলি মিলবে। ডিভাইসটিতে পড়ার জন্য ২৩টি স্থানীয় ভাষাও সাপোর্ট করে এবং এটি ইউপিআই পেমেন্ট এবং কিউআর কোড স্ক্যান করার জন্য জিওপে অ্যাপের সুবিধা অফার করে।