Honda Activa: পুজোয় আপনিই হিরো, নজর কাড়তে হাজির অ্যাক্টিভা লিমিটেড এডিশন, 10 বছর ওয়ারেন্টির সঙ্গে

পুজোয় ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চারিদিকে কাশফুল, শরতে শারদীয় সৌন্দর্যের বার্তা দিচ্ছে। উৎসবের আমেজ জমজমাট করতে এবার হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI) লঞ্চ করল Honda Activa 6G লিমিটেড এডিশন। যা ডিলাক্স এবং স্মার্ট উভয় ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে। খরচ যথাক্রমে ৮০,৭৩৪ টাকা ও ৮২,৭৩৪ টাকা (এক্স-শোরুম। বিশেষত্ব বলতে অ্যাক্টিভা লিমিটেড এডিশনের ডিজাইনে নতুনত্বের ছোঁয়া রয়েছে। হোন্ডার রেড উইং ডিলারশিপ থেকে বুকিং চলছে। এতে ১০ বছরের ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। যার মধ্যে ৩ বছরের স্ট্যান্ডার্ড এবং ৭ বছরের অপশনাল ওয়ারেন্টি।

Honda Activa Limited Editon: স্পেসিফিকেশন ও ফিচার্স

হোন্ডা অ্যাক্টিভা লিমিটেড এডিশন দুটি কালার স্কিমে উপলব্ধ – পার্ল সাইরেন ব্লু ও ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক। বডিতে ব্ল্যাক ক্রোম অ্যাক্সেন্ট এবং স্ট্রাইপের দেখা মিলেছে। অ্যাক্টিভার ত্রিমাত্রিক লোগোতে প্রিমিয়াম ব্ল্যাক ক্রোম গার্নিশ করা হয়েছে। এছাড়া স্কুটারটির DLX ভ্যারিয়েন্টে অ্যালয় হুইল দেওয়া হয়েছে। অর্থাৎ এটি টিউবলেস টায়ার সহ এসেছে।

স্ট্যান্ডার্ড মডেলের মতোই লিমিটেড এডিশন Activa 6G-তে দেওয়া হয়েছে একটি ১০৯.৫১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড, BS6 OBD2 ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৭.৩৭ বিএইচপি শক্তি এবং ৮.৯০ এনএম টর্ক পাওয়া যাবে। স্কুটারটির স্ট্যান্ডার্ড ভার্সনের মূল্য ৭৬,২৩৪ টাকা (এক্স-শোরুম)। আবার DLX ও H-Smart ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৭৮,৭৩৪ টাকা ও ৮২,২৩৪ টাকা (এক্স-শোরুম)।

Honda Activa Special Edition-এর লঞ্চের প্রসঙ্গে সংস্থার সভাপতি, সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর সুতসুমি ওতানি বলেন, “Activa ভারতের দু’চাকার গাড়ির সেগমেন্টে নবজাগরণ এনেছে।” তিনি যোগ করেন, লিমিটেড এডিশনের Activa ক্রেতাদের উদ্দীপনায় জোয়ার আনার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। উল্লেখ্য, হোন্ডা অ্যাক্টিভা বর্তমানে ভারতের বেস্ট-সেলিং স্কুটি। এই সাফল্য উদযাপন এবং ক্রেতাদের এবার পুজোয় নতুন স্কুটিতে ঘোরার আনন্দ দিতে এটি লঞ্চ করেছে হোন্ডা।