৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, Samsung Galaxy Watch 4 সিরিজ ও Galaxy Buds 2-এর‌ প্রি-বুকিং শুরু হল

সম্প্রতি সাউথ কোরিয়ান টেক জায়ান্ট Samsung ভারতীয় বাজারে Galaxy Smart Watch 4 সিরিজ ও Galaxy Buds 2 লঞ্চ করেছিল। যদিও এখনও এই স্মার্টওয়াচ সিরিজ ও ইয়ারবাডের সেল শুরু হয়নি। তবে আপনি চাইলে এই ওয়্যারেবল ডিভাইসগুলি প্রি-বুকিং করতে পারেন। আর এই প্রি-বুকিংয়ের ক্ষেত্রে আকর্ষণীয় অফারও পাওয়া যাবে। প্রসঙ্গত, গত ১১ আগস্ট Galaxy Unpacked 2021 ইভেন্টে দুটি ফোল্ডেবেল ফোন Galaxy Z Fold 3 ও Z Flip 3 Galaxy-এর সঙ্গে Samsung গ্লোবাল মার্কেটে এই স্মার্টওয়াচ সিরিজ এবং ইয়ারবাডের ওপর থেকে পর্দা উন্মোচন করেছিল।

Samsung Galaxy Smart Watch 4 সিরিজ ও Galaxy Buds 2 এর ওপর প্রি-বুকিং অফার

স্যামসাং জানিয়েছে, গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজের ওপর সবচেয়ে বেশী টাকার প্রি-বুকিং অফার পাওয়া যাবে। এই ডিভাইসটি কেনার সময় ক্রেতারা ৬,০০০ টাকা মূল্যের ই-ভাউচার পাবেন। পরবর্তী সেরা অফারটি গ্যালাক্সি বাডস ২-এর প্রি-বুকিংয়ে পাওয়া যাবে। এটির ক্ষেত্রে গ্রাহকরা ৩,০০০ টাকার মূল্যের ই-ভাউচার পাবেন। এছাড়াও, গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি বাডস ২-এর প্রি-বুকিংয়ে বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে ক্রেতারা যথাক্রমে ৩,০০০ টাকা ও ১,২০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন।

Samsung Galaxy Smart Watch 4 সিরিজ ও Galaxy Buds 2 এর দাম ও প্রাপ্যতা

আগামী ৯ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইট এবং অন্যান্য অনলাইন পোর্টালের পাশাপাশি বিভিন্ন অফলাইন রিটেইল স্টোর থেকে Galaxy Smart Watch 4 সিরিজ ও Galaxy Buds 2 ডিভাইসগুলি প্রি-বুকিং করা যাবে। এগুলির সেল শুরু হবে ১০ সেপ্টেম্বর ২০২১ থেকে।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ (ব্লুটুথ) এর ৪০ মিমি ও ৪৪ মিমি (ডায়েল সাইজ) ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২৩,৯৯৯ টাকা ও ২৬,৯৯৯ টাকা। আবার এই দুই মডেলের LTE ভার্সনের দাম যথাক্রমে ২৮,৯৯৯ টাকা ও ৩১,৯৯৯ টাকা। ৪০ মিমি ডায়েল সাইজের মডেলটি পিঙ্ক গোল্ড , ব্ল্যাক ও সিলভার কালারে উপলব্ধ। যেখানে ৪৪ মিমি ভ্যারিয়েন্টটি ব্ল্যাক, গ্রীন ও সিলভার কালারে এসেছে।

আবার, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক এর (ব্লুটুথ) ৪২ মিমি মডেলের দাম ৩১,৯৯৯ টাকা, আবার ৪৬ মিমি মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। আবার LTE কানেক্টিভিটি যুক্ত ৪২ মিমি ও ৪৬ মিমি মডেলের দাম রাখা হয়েছে যথাক্রমে ৩৬,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা যা ব্ল্যাক ও সিলভার কালারে পাওয়া যাবে।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি বাডস ২ এর ভারতীয় মুল্য ১১,৯৯৯ টাকা এবং এটি হোয়াইট, অলিভ গ্রীন, ল্যাভেন্ডার ও গ্রাফাইট কালারে পাওয়া যাবে।

Samsung Galaxy Smart Watch 4 সিরিজের স্পেসিফিকেশন

এই সিরিজের অধীনে গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি ওয়াচ ৪ ক্লাসিক- এই দুটি ডিভাইস এসেছে। স্মার্টওয়াচগুলিতে রয়েছে একটি থ্রি-ইন-ওয়ান বায়োঅ্যাক্টিভ সেন্সর, যা একটি সিঙ্গেল চিপ ব্যবহার করে অপটিক্যাল হার্ট রেট, ইলেকট্রিক্যাল হার্ট এবং বায়োইলেক্ট্রিকাল ইম্পিডেন্স অ্যানালাইসিস এই তিনটি হেলথ সেন্সরকে চালায়।

এছাড়া, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ সিরিজটি একটি বডি কম্পোজিশন মেজারমেন্ট টুল সহ এসেছে। এটি Google wear OS ভিত্তিক স্যামসাংয়ের নতুন One UI Watch দ্বারা চলবে। স্মার্টওয়াচগুলিতে ব্যবহার করা হয়েছে Exynos W920 চিপসেট এবং এতে আছে ১.৫ জিবি র‌্যাম। এছাড়া এগুলিতে ১৬ জিবি অনবোর্ড স্টোরেজ স্পেস পাওয়া যাবে।

Samsung Galaxy Buds 2 স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি বাডস ২ এখনও পর্যন্ত কোম্পানির তৈরি সবচেয়ে ছোট এবং হালকা ইয়ারবাড বলে দাবি করা হয়েছে। অবাঞ্ছিত পারিপার্শ্বিক আওয়াজ রোধ করতে এতে উন্নত মানের অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন প্রযুক্তি (ANC) ব্যবহার করা হয়েছে। এছাড়া এটিতে একটি ডায়নামিক টু-ওয়ে স্পিকার রয়েছে, যা পরিষ্কার শব্দ উৎপন্ন করে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন