iQOO Neo 7 Pro ফোনের সাথে ১০ হাজার টাকা জিতুন, লঞ্চের আগে বিভিন্ন তথ্য সামনে আনল সংস্থা

iQOO Neo 7 Pro স্মার্টফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ আসবে

iQOO কয়েকদিন আগে মিড-রেঞ্জ হ্যান্ডসেট iQOO Neo 7 Pro এর ভারতে লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। আসন্ন ডিভাইসটিকে এদেশে আগামী ৪ঠা জুলাই উন্মোচন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। একই সাথে, এর কী-স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে সংস্থাটি। ফলে লঞ্চের আগে iQOO Neo 7 Pro ফোনের প্রসেসর, চার্জিং ক্যাপাসিটি, ডিজাইন সম্পর্কে জানা গেছে।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের কী-ফিচার নিশ্চিত করলো স্বয়ং সংস্থা

আইকো সংস্থার তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন আইকো নিও ৭ প্রো স্মার্টফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ আসবে। এই চিপসেট ফাস্ট স্পিড এবং রেস্পন্সিভ ইন্টারেকশন প্রদানে সক্ষম বলে দাবি করা হয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে, আলোচ্য ডিভাইসে IG চিপ নামের একটি ইন্ডিপেন্ডেন্ট গেমিং চিপ ব্যবহার করা হবে, যা দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা অফার করবে।

আইকো ব্র্যান্ডের এই আপকামিং হ্যান্ডসেটে ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ চার্জিং প্রযুক্তি সমর্থন করবে। সংস্থার দাবি অনুসারে, এই প্রযুক্তির সাহায্যে ফোনটিকে মাত্র ৮ মিনিটের মধ্যে ৫০% পর্যন্ত চার্জ করা সম্ভব। আবার মোশন কন্ট্রোল ফিচারও সমর্থন করবে এই মিড-রেঞ্জ মডেলে। এই বৈশিষ্ট্যটি ফোন মুভমেন্ট ব্যবহার করে গেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে দেবে, যা ব্যবহারকারীদের সামগ্রিক গেমিং অভিজ্ঞতা উন্নীত করবে। এছাড়া আইকো নিও ৭ প্রো স্মার্টফোনকে অরেঞ্জ লেদার ফিনিশ ডিজাইনের সাথে লঞ্চ করা হবে বলে নিশ্চিত করেছে আইকো।

iQOO Neo 7 Pro স্মার্টফোনের লঞ্চ অফার

কী-ফিচারের পাশাপাশি আইকো নিও ৭ প্রো স্মার্টফোন ক্রেতারা কি কি লঞ্চ অফার পাবেন সেই তথ্যও শেয়ার করেছে সংস্থা। জানা যাচ্ছে, অ্যামাজন ইন্ডিয়া (Amazon India) -এর ওয়েবসাইটে গিয়ে যারা এই ফোনটির নাম লিখে সার্চ করবেন তারা ১০,০০০ টাকার অ্যামাজন পে (Amazon Pay) ব্যালেন্স জেতার সুযোগ পেয়ে যাবেন।

iQOO Neo 7 Pro এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

iQOO Neo 7 Pro ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস Samsung E5 AMOLED ডিসপ্লে সহ আসবে। ছবি তোলার জন্য ডিভাইসে OIS-এনাবল ৫০ মেগাপিক্সেলের Samsung GN5 প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলেও জানা গেছে। এছাড়া iQOO Neo 7 Pro স্মার্টফোনকে সম্ভবত – ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হতে পারে।