64 মেগাপিক্সেল ক্যামেরার Vivo 5G স্মার্টফোন অনেক কম দামে কেনার সুযোগ, কি কি অফার রয়েছে

এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T2 5G ফোনের দাম ৮,১০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর

ফ্লিপকার্টে চলছে মোবাইল বোনানজা সেল (Flipkart Mobile Bonanza Sale)। এই সেলে স্মার্টফোনের উপর অনেক ছাড় দেওয়া হচ্ছে। আপনার বাজেট যদি ১৫ হাজার টাকার কম হয়, তবে সেলে লোভনীয় ডিল পাওয়া যাবে। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা Flipkart Mobile Bonanza সেলে ভিভোর জনপ্রিয় স্মার্টফোন Vivo T2 5G পাওয়া যাবে দারুণ অফারে। এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। তবে এখন আপনি ২ হাজার টাকা ব্যাংক অফার সহ এটি কিনতে পারবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৫ শতাংশ ক্যাশব্যাকও পাবেন। 

শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T2 5G ফোনের দাম ৮,১০০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Vivo T2 5G এর বিশেষত্ব

ভিভো টি২ ৫জি ফোনে ৬.৩৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে ১৩০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ফিজিক্যাল র‌্যাম ছাড়াও এতে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম আছে। প্রসেসর হিসেবে এই ফোনে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এতে এলইডি ফ্ল্যাশ সহ দুটি ক্যামেরা উপস্থিত।
 
এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেলের মেইন লেন্স সহ ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। সেলফির জন্য Vivo T2 5G হ্যান্ডসেটে আপনি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখতে পাবেন। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৪৫০০ এমএএইচ। এই ব্যাটারি ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফোনটি নাইট্রো ব্লেজ এবং ভেলোসিটি ওয়েভ রঙে পাওয়া যাবে।